এখনো ভাংগা চালের ফাঁকে সূর্যটা এসেওদের ঘুম ভাঙ্গিয়ে যায় !
ওদের মনে বৃষ্টি বিলাস নেই
সারাটা রাত বৃষ্টির ভয়ে জুবুথুবু হয়ে পড়ে থাকে ঘরে এক কোনে ।
দুঃখ বিলাসে ভরে থাকে মন ।
থই থই জোত্স্নায় নিত্যই হয় ওদের জোত্স্না স্নান !
ওদের মনে জোত্স্না বিলাসের আকুতি নেই !
বিশাল ঐ চাঁদটাকে দেখে ঝলসানো রুটিইওদের চোখে ভাসে !
স্বপ্ন দেখতে জানেনা ওরা !
কতটা হালকা হলে ঐ ভারী স্বপ্নগুলো ওদের মনের আকাশে ভেসে বেড়িয়ে রং ছড়াবে ?
ওদের স্বপ্ন একথালা ভাত !
ক্ষুধাকে জয় করার স্বপ্নই ওদের মনে জাগ্রত থাকে দিনরাত্রি ।