দৃশ্যাবলীঃ ১
এই যে আমার চোখের সামনে,
যতদূর চোখ যায়, সন্ধ্যার আবছা আলোয়
যতো ধূসর কালো গাছগুলি-আমি জানি
ওরা চিরসবুজ।
একটি সূর্যকে মনে পড়ে
যখন সবুজ ভাবি।
(২৪ মার্চ ২০১৪)
দৃশ্যাবলীঃ ২
একটি পাখি হঠাৎ উড়াল দিল আকাশে;
ডানা থেকে ঝরে পড়ল তুলোর মতো একটি পালক,
ডানার বাতাসের তোড়ে ওপরে ওঠে গিয়ে
গম্ভীর ভাবে একটি ঢেউ এর কাঁধে চেপে,
পালকটি নেমে এল কিছুদূর,
তারপর শেষ বিকেলের সূর্যের সমান্তরালে এসে,
সূর্যের বুকে এঁকে দিল গাঢ় চুম্বন।
কোত্থেকে একটু পাগল বাতাস এসে পালকটির সাথে খেলা শুরু করলো।
আমি দেখলাম, আনন্দে ডিগবাজি দিতে দিতে পালকটি
সূর্যকে ছাড়িয়ে উড়ে গেল একটি দলছুট মেঘের দিকে।
(২৫ মার্চ ২০১৪)
দৃশ্যাবলীঃ ৩
এই রাতে ঘুমভেঙ্গে পাগল মানুষটি বাইরে ছুটে গেল।
চারিদিকে আলো; চাঁদের আলোর মতো মনে হল তার কাছে।
একেবারে আকাশের মাঝামাঝি- প্রায় মাথার উপরে পূর্ণ চাঁদ
(মানুষটি তাকিয়ে দেখল) দাঁত কেলিয়ে হাসছে ভয়ঙ্কর সুন্দর!
আমরা দেখতে পেলাম মানুষটি ভয় পেয়ে সরে গেল
(পাছে চাঁদ ভেঙ্গে পড়ে মাথার ওপর!)
সে দৌড়ায়, সাথে দৌড়ায় ক্ষ্যাপা চাঁদ-
সে দাঁড়িয়ে উপরে তাকায়, চাঁদও থেমে থাকে মাথার উপর।
মানুষ ও চাঁদের দৌড়াদৌড়ি দেখে মনে পড়ল-
আমাদেরও একসময় একজোড়া করে মুক্ত পা ছিল।
(৫এপ্রিল২০১৪)