ফরমালিনের প্রচলিত অন্যান্য নামসমুহঃ-
1.formaldehyde
2. methanal
3. methylaldehyde
4. paraformaldehyde
5. polyoxymethylene
6. paraform
7. formagene
8. formol
9. morbicid
10. FORMALIN
যারা আমার ফরমালিন সংক্রান্ত লেখাটি পড়েননি তাদের জন্য আবার লিঙ্কটি দিলাম।
Click This Link
ফরমালিন মুক্ত খাবারের জন্য কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।
যারা আড়তে বিভিন্ন ফলে, মাছে বা সবজীতে ফরমালিন মেশায় তারা ধরা ছোয়াঁর বাইরেই থেকে যাচ্ছে। অনেক ক্ষুদ্র ব্যাবসায়ীরা বেশ ক্ষতির স্বীকার হচ্ছে না জেনেই। যে সব ব্যাবসায়ীরা অসাধু উপায়ে অন্য নামে ফরমালিন আমদানি করে আমাদেরকে নিরাপদ খাদ্য থেকে বঞ্চিত করছে, আমাদের বর্তমান ও ভবিষৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তাদের জন্য দৃশ্যমান শাস্তির ব্যাবস্থা করতে হবে।
জরিমানা করে সরকারের কোষাগার উন্নত হবে কিন্তু ফরমালীন আমদানী ব্যাবসায়ী মহলে কোনো পরিবর্তন হবে না যতক্ষন না তাদের নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পা্বে।
যে ব্যাবসায়ী নিজের দেশের জনগনের প্রতি কোন খেয়াল করে না সে দেশকে কি ভালবাসবে !? সেই ব্যাবসায়ী নিশ্চিত থাকেন তাদের প্রয়োজন পড়লে দেশকে বিক্রী করে দিতে কুণ্ঠা বোধ করবে না।
দুঃখ এখানেই যে, যেইসব ব্যাবসায়ীরা এইসব কাজে জড়িত তারা স্যোসাল নেটওয়ার্কিং এর কিছু বোঝেও না , ধার ও ধারে না। তারা শুধু ক্ষমতা বোঝে। আমি আপনি কিই বা করতে পারি?!
নিম্নের লিংকের ভিডিওতে কিছু তথ্য পাবেন আশাকরি।
https://www.youtube.com/watch?v=PUJ36_vW63U