১.
সকল বিষয়ে তিনি সোচ্চার। হোক সেটা কার্টুনিস্ট এর জেল হওয়ার বিষয় অথবা রাজনীতির নামে মানুষ খুন। কিন্তু তনু নামের মেয়েটির ধর্ষণের খবরে সমস্ত ইন্টারনেট যখন রাগে প্রতিবাদে ফুঁসছে তখন তার অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে দেখা যায় মার্চ এর ১১তারিখের পর তিনি আর কোনো জরুরী বিষয় পাননি লেখার। একসময় তাকে অনেকে চেতনা ব্যবসায়ী বলতো,আমি তখন প্রতিবাদ করতাম..বলতাম তিনি মানুষ। কিন্তু জনাব মুহাম্মদ জাফর ইকবাল আজ সেই আমিই বলছি আপনি একজন স্বার্থপর মানুষ,আপনি সেখানেই কথা বলেন যেখানে আপনার স্বার্থ আছে আর হ্যা অবশ্যই আপনি চেতনা ব্যবসায়ী এবং এখন পর্যন্ত প্রতিবাদ করেননি এই অন্যায়ের তাই আপনিও একজন ধর্ষক।
২.
সুলতানা কামাল,গীতিয়ারা সাফিয়া,আকবর আলী খান,মিজানুর রহমান এবং বাংলাদেশ আর্মির সকল সদস্য আপনারাও ধর্ষক কারণ প্রতিবাদ করা দুরে থাক সামান্য সহানুভূতি পর্যন্ত আপনারা জানানোর প্রয়োজন মনে করেননি। আর আপনারাই কিনা নারী স্বাধীনতা চেয়ে বেড়ান? কোন মুখে? লজ্জ্বা করেনা? নাকি সেটাও চেতনার সাথে বিক্রি করে দিয়েছেন??
৩
মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেকেই মা বলে ডাকে। আপনার নিজেরও মেয়ে-নাতনী আছে। কিন্তু সেই আপনিও কিনা চুপ করে আছেন? সেনানিবাসে ধর্ষণ এর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আপনার কোনো মন্তব্য নেই? কোনো দায়িত্ব নেই? আর্মির কাজ হলো দেশকে বাইরের শত্রু থেকে রক্ষা করা কিন্তু যে আর্মি নিজেদের দেশের ভেতরে নিজেদের এলাকার ভেতরে এক নিষ্পাপ মেয়ের নিরাপত্তা দিতে পারে না সে আর্মি রক্ষা করবে দেশ? আমাকে এটা বিশ্বাস করতে বলেন আপনি? আপনি একজন ব্যর্থ নেত্রীতে পরিণত হয়েছেন...আপনি পারেননি দায়িত্ব পালন করতে....৭১ এর ধর্ষণ এর বিচার করছেন,২০১৬ এর বিচার কবে করবেন? কখনো করবেন কি? আপনিও ধর্ষক প্রধানমন্ত্রী!!
৪.
আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি,মানববন্ধনে গিয়েছি,প্ল্যাকার্ড লিখেছি কিন্তু বিচার কি আনতে পেরেছি? প্রথম আলোর মতো জাতীয় পত্রিকা ঘটনা ঘটার ৫দিন পর রিপোর্ট করে,কার কাছে কি শুনছি/বলছি আমরা। আমি ব্যর্থ আমার বয়সী এক মেয়ের অপমানিত হয়ে মৃত্যুবরণ করার বিচার এনে দিতে,আমি ব্যর্থ যে আমার প্রধানমন্ত্রী আমার আকুতি শুনেন না,আমি ব্যর্থ আমার বাবা-মাকে আমার নিরাপত্তার নিশ্চয়তা দিতে,আমি ব্যর্থ আশ্বাস দিতে যে সুস্থভাবে নিরাপদে বাসায় আসবো সন্ধ্যায়....আমিও ধর্ষক...আমরা সবাই-ই আজ ধর্ষক