মানুষ বদলে যাচ্ছে,হতাশা বিষন্নতা নেতিবাচকতার মতো আত্মঘাতী সব আবেগের শৃঙ্খল ভেঙে বিশ্বাস ও উদ্যমের শক্তিতে জেগে উঠছে চারপাশের লক্ষ মানুষ। ধ্যান ও ইতিবাচকতার পথ ধরে ব্যক্তিমানু্ষের এ পরিবর্তনই ক্রমশ ছড়িয়ে পড়ছে সমাজ ও দেশে । যার মদ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠছে আমাদের জাতিগত পরিবর্তনের শুভসম্ভাবনা।
ইতিহাস বলে আমরা ছিলাম ধ্যানী জ্ঞানী অভিযাত্রী ও শিল্পোন্নত এক সুখী সমৃদ্ধ জাতি। আমাদের নৈতিক সংস্কৃতিই ছিল এ উৎকর্ষের মূল প্রেরণা। আথিথেয়তায় উদার, সম্পদে প্রাচু্র্যবান এ জনপদে তাই বৈষয়িক স্বার্থে বারবার এসে ভিড় করেছে নানা জাতির মানুষ। একসময় এ সুযোগেই এই অঞ্চলে চেপে বসে কয়েকশ বছরের সাম্রাজ্যবাদী শোষণ।
আর এতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয় আমাদের উদারনৈতিক সাংস্কৃতিক ঐতিহ্য এবং এর গুরুত্বপূর্ণ অনুসঙ্গগুলো। আমাদের জীবন থেকে হারিয়ে যায় ধ্যান। নির্বাসন ঘটে মুক্ত জ্ঞানচর্চা, বিশ্বাস এবং জীবন সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গির। ফলে জাতি হিসাবে আমরা হয়ে পড়ি দরিদ্র হতাশ ও ঋণজর্জরিত। সর্বগ্রাসী নেতিবাচকতা আক্রান্ত করে এ জাতির কমবেশী প্রতিটি মানুষকেই। মানুষ হিসাবে এবয় জাতি হিসাবে আমরাও যে কিছু করতে পারি, এ বিশ্বাসটুকু পুরোপুরি হারিয়ে যায় আমাদের জীবন থেকে।
বিস্তারিত জানতে দেখুন