সিনেমা বা নাটকে, চরিত্রের প্রয়োজনে অস্ত্র ব্যবহার করার যৌক্তিকতা রয়েছে। সাধারনত যারা পুলিশ, প্রশাসন ও ভিলেন গ্রুপের চরিত্রে অভিনয় করেন তাদের ক্ষেত্রে অস্ত্রের ব্যবহার স্বাভাবিক বলে ধরে নেয়া হয়।
তবে সাম্প্রতিক সময়ে এর ব্যবহার অহরহ বিভিন্ন অপ্রোয়জনীয় চরিত্রেও দেখানো হচ্ছে। যেমন নায়ক বা নায়িকা, নায়ক বা নায়িকার বাবা, ধর্মীয় নেতা, সমাজসেবক, রাজনীতিবিদ এমনকি সাধারণ মানুষের চরিত্রেও অস্ত্রের অপ্রোয়জনীয় ব্যবহার লক্ষ্যণীয়। বিভিন্ন সিনেমার পোষ্টারে ফলোয়াপ করে দেখানো হচ্ছে অস্ত্রের ছবি।
শুধু তাই নয়-অস্থিরতা, মারামারি, প্রতিহিংসা, সার্থপরতা ও অশালীন চরিত্রের অভিনয় দর্শকমনে প্রতিনিয়ত নেতিবাচক প্রভাব ফেলছে। এবং বাস্তবেও তারা এ ধরনের ফ্যান্টাসি চরিত্রের সাথে জড়িয়ে পড়ছে । বাড়ছে অনৈতিক ও অবৈধ অস্ত্রের ব্যবহার, যা আমরা প্রতিদিন মিডিয়াতে দেখতে পাচ্ছি ।
এমতাবস্থায় আমাদের সুন্দর আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে, অভিনয়ে অস্ত্রের ব্যবহার নীতিমালা সংশোধন করা, সিনেমার কলাকুশলীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার পাশাপাশি সবার সচেতনতা ও এর প্রতিফলন নিশ্চিত করা প্রয়োজন।
১. ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৬ ০
ঈদের শুভেচ্ছা