ভারত চায় না আমাদের কোন চ্যানেল তাদের দেশে ব্রডকাস্ট হোক। ব্যাপার না, আমরা তাদের চ্যানেল দেখব। বন্ধু তো!
ভারত চায় না আমাদের কোন নাটক সিনেমা তাদের দেশে মুক্তি পাক। ব্যাপার না, আমরা চাই তাদের নাটক, সিনেমা, সিরিয়াল আমাদের দেশে মুক্তি পাক; সে যত অখাদ্যই হোক আমরা দেখব। বন্ধু তো!
ভারত চায় না আমাদের কোন সঙ্গীত শিল্পী তাদের দেশে পারফর্ম করুক। ব্যাপার না, আমরা তাও ভারতীয় শিল্পীদের গানে বুদ হয়ে থাকব। বন্ধু তো!
ভারত চায় না আমাদের দেশীয় কোন কোম্পানি তাদের দেশে বিজনেস করুক। ব্যাপার না, আমরা তাদের কোম্পানিগুলাকে আমাদের দেশে বিজনেস করতে দেই। বন্ধু তো!
ভারত চায় না আমাদের কোন প্রোডাক্ট তাদের দেশে রপ্তানি করা হোক। ব্যাপার না, আমরা তাদের প্রোডাক্ট আমদানি করে ব্যাবহার করব, খাব। বন্ধু তো!
ভারত চায় না আমাদের জামদানি, রয়েল বেঙ্গল টাইগার আর আমাদের থাক। ব্যাপার না, দিয়ে দিলাম তোদেরকে। বন্ধু তো!
ভারত চায় না আমাদের জাতীয় ক্রিকেট দল আর টেস্ট ম্যাচ খেলুক। ব্যাপার না, আমরা তাদের ক্রিকেট টিমকে সমর্থন দিয়ে যাব। বন্ধু তো!
ভারত চায় না বাংলাদেশের কোন উন্নতি দেখতে। ব্যাপার না, আমরা এখনও মনে প্রানে তাদের ভালো চাই। বন্ধু তো!
আরে নিজের পাছায় কাপড় নাই, অথচ ভারতের ইজ্জত বাঁচানর চিন্তায় আমাদের সরকারের ঘুম হারাম হওয়ার দশা। নিজের দেশের সবকিছুই নাম মাত্র মুল্যে (পারলে একদম ফ্রীতে) অকাতরে বিলায়ে দিতেছে ভারতের কাছে। তাদের একটুখানি সমর্থন পাওয়ার জন্য পা চাটাচাটির শেষ নাই।
এই রকম একটা বাঁশের খুব দরকার ছিল। চাটো, আরও চাটো। চালায়ে যাও ভারতের পা চাটাচাটি আর দালালি, বন্ধু তো! ভারতকে দেয়ার মত আর কি কি বাকি আছে ওগুলাও দিয়া দাও। বন্ধু তো! বন্ধুর জন্য আমাদের সব কিছু বিলিয়ে দিতে রাজি আছি আমরা।
লজ্জা, শরম বা আত্মসম্মানবোধ বলে কিছু যদি থেকে থাকে তো আজ থেকেই তো ভারতকে বর্জন করা উচিৎ!
কপিরাইটঃ আমিরুল লিসান
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৫