হিন্দু হয়ে কি লাভ
যদি অন্যের অনুভূতি করো কষাঘাত,
বলেছে কি তোমার ঐ বেদ
যদি দেখো বিধর্মী তবে করো মন্দমুখ?
কি লাভ হয়ে মুসলমান
যদি নাই বা শোন বিশ্বনবীর আহ্বান ,
বলেনি তো তোমার ঐ কোরআন
যদি মন্দ কাজে সাড়া দাও হবে লাভবান।
ভাবো কি পাবে খুব সুখ
নিরীহ নিরপরাধকে দিয়ে বুকভরা দুখ?
হা হা হাসি পায় খুব
যখন দেখি তোমাদিগের অন্ধকার বিবেক।
অতঃপর,
যদি ভালো চাও তবে আসো করি সমাগম
আসো সেই কথায় যাহা পরস্পর সমান,
করো হে মানুষ সকলে মাদলের সন্ধান
অশান্তির দুয়ারে বাজবো শান্তির আহ্বান।
তুমি হিন্দু আমি মুসলমান
আসো দুজনায় মিলে ধরি গান,
শান্তি চাই আমরা শান্তি চাই
শান্তি রক্ষায় করবো আত্মদান।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৭