বদলে যাও বদলে দাও
এই দেশে থাকতে চাও?
অভ্যাসটি পালটে নাও !
এই বেলা গ্যস আছে ওই বেলা নাই
তিন বেলা খানা ছাড়
এক বেলা খাই !
বেশি খেলে ক্ষতি হয়, অতি দুর্গতি হয়
গ্যাস হয়, রাস হয়, ভুড়িটাতে ব্যাস হয়
জীবনটা শ্যাষ হয় !
তিন দিন পর পাবে পানি এক ড্রাম
গা ধোয়া বাদ, সারো
আর্জেন্ট কাম !
পানির অপচয়, ঠিক হয়, ঠিক নয়
পাপ হয়, চাপ হয়, কবরেতে সাপ হয়
পরকালে মাপ হয়?
রাত যাবে আঁধারে বিদ্যুত ঘাটতি
মশাদের কামড়েতে
নির্ঘুম রাত্রি!
না ঘুমিয়ে মশা মার, দেশের দশা মার
রাস্তায় চষা মার, টকশোতে ঘসা মার,
এফ এমে ভাষা মার!
কিছু হলে মারপিট গাড়ী ভাঙাভাঙি
পান থেকে চুন গেলে
চোখ রাঙারাঙি !
বাহ বাহ বেশ বেশ! গর্জে ওঠ বাংলাদেশ
ঠেশ ঠেশ, ধেশ ধেশ, মারপিট নেই শেষ
ডিজিটাল হবে দেশ!
বদলে যাও বদলে দাও
এই দেশেতে থাকতে চাও?
অভ্যাসটি পালটে নাও !