গভীর, অপার, শান্ত এক ফেনীল সমুদ্র
যেখানে ভালবাসার ঢেউগুলি আছড়ে, ভেঙ্গে হয় ক্ষূদ্রাতি ক্ষূদ্র
বিলীন হয় ফেনায় ফেনায়
আকুল আবেগে পরাজিতের মত সমর্পিত হয়
আমি সেই ঢেউয়ে অবগাহণ করতে চাই।
ওই যে, ওই বামে তাকাও
নীলিমার কপালে কাঁচপোকার মত রুপালী চাঁদ
যেখানে ভালবাসার জোছনা নিঁখুত বুননে পেতেছে মায়ার ফাঁদ
আলো-আঁধারের রঞ্জিত রহস্য
অচিন মায়াবী বাঁধনে শৃংখলিত হয়
আমি সেই জালে জড়িয়ে থাকতে চাই ।
ওই যে, দেখ বাম দিকটায়
দিগন্ত জ়ুড়ে সবুজ-শ্যামল কচি দূর্বা ঘাস
যেখানে ভালবাসার কুয়াশায় ভিজে দুঃখ নিয়ে একরাশ
বিলীন হয় পথের ধুলায়
পথিকের পায়ে অর্ঘ্য ঢেলে নিঃশেষিত হয়
আমি সেই ঘাসের শিশির হতে চাই।
ওই যে , ওই তোমার বাম পাশে
স্বপ্নের আঁকিবুকি কাটা চার প্রকোষ্ঠের ছোট্ট ঘরটায়
যেখানে ভালবাসা ধ্মণী থেকে বেঁয়ে পৌঁছে যায় শিরায় শিরায়
মিশে যায় প্রতিটি কোষে কোষে
ছন্দে ছন্দে নুপুরের তালে প্রতিধ্বনিত হয়
আমি ওই ঘরে আমৃত্যু রইতে চাই ।
আমি তোমার বুকের সেই বাম পাশটায় থাকতে চাই।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩২