আইজ আমার বয়স এক বছর দুই দিন।
গত বছর ২৫শে আগষ্ট আমার জন্ম, মাইনে ওই দিনে সামুর কোল আলো কইরা আমি আইছিলাম। মনে আছিল না, হঠাত দেকি আরে রে আমারতো এক বচর পুর্ণ হইচে......।
প্রথম জন্ম হইয়া চিতকার কইরা একটা ছড়া কানছিলাম। ওমা দেখি কেউ সেই ছড়া পড়ে না, এমন কি পরথম পাতায়ও আহে নাই। ওওওওমা !! পরথম পাতায় না আইলে পাব্লিক বুজবো কেম্নে যে আমার মত মহান ছড়াটিস্টের এই সামু ধরায় আগমন হইছে। মেলা দুক্ষু পাইলাম, কাউরেতো চিনিন না, কেম্নে প্রথম পাতায় লিকা আহে, এইডা টিপি ওইডা টিপি কিচুতেই কিচু হয় না, সারাদিন অপেক্ষা ক্রলাম, কেউই কমেন্ট দেয় না, নিজেই নিজেরডা হাজার বার পড়ি, আহা !! কি সোন্দর যে দেকা যায়, এত সুন্দর লেকা আমার, এরা কি লেকা মর্ম বুজে? এই সব ভাইবা মন খারাপ, কিন্তক আমিতো কাউরে যাইয়া কইতারিনা, ভাই, ও ভাই আমার ছড়াডা পড়েন। পইড়া কিচু কন। দুই দিন পর একজনের কমেন্ট পাইলাম। আহা আমার খুশী দেখে কে !!!
যে আমারে সামুর লিঙ্কটা দিসিল তারে গিয়া জিগাইলাম, ভাই আমার লেকাডা আহে না ক্যা??? হে কইল রেগুলার লিক্লে আইব। আমিতো খাইয়া না খাইয়া মহা সমারহে লিকা শুরু ক্রলাম, আকাশ বাতাস , চাঁদ, সুরুজ সবতেরে লেকার মদ্যে আনলাম, যেম্নেই হক আমার লিকা পরথম পাতায় আনতে হইবই। কি কমু বাইজান, মাস খানেক পরে দেকি, অরে রে আমার লেখা প্রথম পাতায় আইচে !!! আমার হেই নাচানাচি দেকে কে!!
প্রথম আইসা ভাই-ভুইন গুলিরে দেইকা ডরাইছিলাম, নতুন আইলাম আল্লাহই জানে কিমুন না কিমুন আচরণ করে, মাঝে মাঝে এক এক জনরে যে বিদ্যান মনে হয়। মাঝে মাঝে দেখতাম হেব্বি গালাগালি, মনে হইত কবে যেন নুটিশ জারি করে, “আপ্নে ভালা কুইরা লিকাপড়া শিক্কা তয় আইয়েন” নাইলে হয়ত গাইল পারব আমারে। ডরে ডরে আল্লাহর নামে রোজই পুষ্ট দিতাম, কিযে এক নেশায় ধরল ভাই, কেউ একটা কমেন্ট দিলে নিজেরে রবিন্দ্রনাথের ফিমেল ভার্সন মনে হইত। আমি বাংলা ভালা টাইপ করতে জানতাম না, তাই অনেক কমেন্টের উত্তর দিতাম না, এই লইয়া ভাই একবার হেব্বি কাইজ্যা হইছিল। যাগো লগে কাইজ়্যা হইছে পরে তারাই আমারে বালা পাইছে। আমিও অখন অনেক অনেক বালা পাই সামুরে। কিমুন যেন একটা মায়া মায়া ভালা পাই।
যাই হোক অনেক দুস্টামী শ্যতানী করলাম কিন্ত সত্য কথা হইল আমার লেখা দিয়া আমি সামুরে কিছু দিতারিনাই ঠিকি, সামু কিন্তক আমারে অনেক কিছু দিছে। অনেক অনেক বন্ধু পাইছি, অনেক ভালবাসা, এক বছরের অনেক সুখের স্মৃতি, অনেক ঝগড়া বিবাদ- সব মিলিয়ে মনে হইল ভাই, আমি ভালবাসার বিল গেটস--- মহাধনী। এই সম্পদ অনেকটাই সামু থিকা পাওয়া।
আফনেরা কি অহন হা কইরা আমার কথা শুনবেন না একটা কেক আইনা আমারে দিয়া তরতরি কাডাইয়া শুভেচ্ছা দিবেন, এম্নিতেই দুই দিন দেরী কইরা ফালাইছি ।( তয় পরথম কমেন্ট পাইছি ২৭ তারিখেই, তাইলে আইজকা কমেন্ট পাওয়া জন্মদিন)
লন সবতে আমার লগে কন
শুভ জন্মদিন সামু লিনা !!!