হুমায়ূন আহমেদের কবর হোক হৃদয়ে
একটা কবরে কত হাত জায়গা লাগে? সাড়ে তিন হাত? নাকি আরো বেশি। যদি বেশি হয় তাও আছে। আছে আমাদের হৃদয়ে।
বৃহস্পতিবার থেকে সোমবার কতঘণ্টা? কতো মিনিট? কতো সেকেন্ড? হুমায়ূন হয়তো হিসেব কষছেন। হিসেব করছেন সেকেন্ডের, মিনিটের, ঘণ্টার। মাটির স্পর্শের জন্য হয়তো বারবার মৃত হুমায়ূন বিড়বিড় করে বলছেন- ধূৎ ছাই, না মরলেই বরং ভালো হতো। মরেই বরং বড্ড পেরেসানির মধ্যে ফেলে দিয়েছি ওদের। ওরা কি বোঝে না আমি কি চাই, আমি মাটি চাই।
তাও কেন তার মাটি মিলছে না। মাটির কি এতো দাম?
নাতি-নাতনীদের পক্ষে হুমায়ূনের মা, শাওন অনড়
জীবিত থাকতে কোথায় ছিল ‘তারা’: শাওন
‘নুহাশ পল্লী যেন কবরস্থান না হয়’
হয়তো হিমঘরে বড্ড কষ্ট পাচ্ছেন মিসির আলীর স্রষ্টা। বারবার বলছেন- কফিনটা খুলে দাও। আমার দম বন্ধ হয়ে আসছে। তোমরা আমাকে নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছো, এবার ক্ষান্ত দাও।
এই যে লাখ লাখ মানুষ কান্নায় বুক ভাসাচ্ছেন। এই যে অশ্র“ধারায় ভিজে আছে বিমানবন্দর থেকে শহীদ মিনার পর্যন্ত সরণি, তাদের ইচ্ছার কি কোনো দাম নেই? আছে? আছে নাকি?
যদি থাকে, তাহলে একটু শুনুন। আমাদের হৃদয়েই হোক হুমায়ূন সারের কবর।


৭.৬২ MM গুলি উদ্ধার। ব্রিগ. সাখাওয়াত ঠিকই বলেছিলেন।
*২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ*
রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, আজ... ...বাকিটুকু পড়ুন
কামাল আতাতুর্ক: ইসলামী তাহযীব-তামাদ্দুন ও স্বকীয়তা ধ্বংসকারী এক বিতর্কিত শাসক
কামাল আতাতুর্ক: ইসলামী তাহযীব-তামাদ্দুন ও স্বকীয়তা ধ্বংসকারী এক বিতর্কিত শাসক
মুস্তাফা কামাল আতাতুর্ক (১৮৮১-১৯৩৮) তুরস্কের ইতিহাসে এক প্রভাবশালী ও বিতর্কিত ব্যক্তিত্ব। তিনি... ...বাকিটুকু পড়ুন
=স্নিগ্ধ প্রহর আমার, আটকে থাকে স্মৃতিঘরে=
কিছু স্নিগ্ধ প্রহর স্মৃতির ঝুলিতে বন্দি রাখি,
শহরের ক্লান্তি যখন ঝাপটে ধরে,
যখন বিষাদ ব্যথা আঁকড়ে ধরে আমায়,
স্বস্তি শান্তি দিয়ে যায় ফাঁকি
ঠিক তখনি উঁকি দেই স্মৃতিঘরে,
মুহুর্তেই সময় পরিণত হয় সুখ... ...বাকিটুকু পড়ুন
নাজলী নামের মেয়েটি
"নাজলী এখন ভালো আছে"
নাজলীর অসুখ করেছে, আকাশ পাতাল ভাবনায়
ডুবে আছে মেয়েটি।
ঢাকা শহরের উদাস হাওয়া,এলোমেলো পাগলা মিছিলের
আওয়াজে প্রকম্পিত চারদিক, তবুও ভালো আছে নাজলী নামের
মেয়েটি।
গুমোট নগরে
দু:খবোধ জন্ম নেয়, জন্ম নেয়... ...বাকিটুকু পড়ুন
ক্ষমা করো মা'মনি
এখন অনেক রাত। বিছানায় শুয়ে শুয়ে আইপ্যাডে নিউজ পড়ছিলাম আর সেহরির অপেক্ষা করছি। মাগুরার ছোট্ট শিশুটির হাসপাতালে জীবন-মরন যুদ্ধের খবর বিভিন্ন পত্রিকায় দেখছিলাম। মন থেকে চাইছিলাম মেয়েটি সুস্থ হয়ে যাক।
আমার... ...বাকিটুকু পড়ুন