আমি আর কিছুই বলিনি,
শুধু নিজের ভিতরটা পাথর করে নিলাম।
তুমি যেখানে ছলনা বুনেছিলে,
আমি সেখানে নীরবতা বিছিয়ে দিলাম।
তুমি ভেবেছিলে আমি ভেঙে পড়বো?
না, আমি তো আগুন—তোমার ছায়া আর পোড়ে না।
তুমি হারিয়ে গেলে ক্ষতি কি?
আমি তো নিজেকেই খুঁজে পেয়েছি নবজন্মে।
প্রেমে আমি ছিলাম পাগল,
আর এখন? আমি এক শিকারি—
তুমি ভুলে যেও না,
যে নীরব থাকে, তার ঘায়ে শব্দ হয় না, তবে দাহ হয় চিরকাল।