এখন আমি....
আমি নরম ছিলাম, ভাঙতে পারা যেতো।
তুমি ভাঙলে, গড়ার আশা রাখলে না।
তাই আমি নিজেকেই আগুন বানিয়ে নিলাম—
যার ছোঁয়ায় তুমিও পুড়ে যাবে, একদিন… চুপচাপ।
আমার দুঃখ আজ আর কান্না নয়,
আমার রাগ আজ আর শব্দ নয়—
তোমার মতো মানুষকে ভুলে যাওয়াই হলো আমার শ্রেষ্ঠ ঘৃণা। বাকিটুকু পড়ুন
