#১০০
আর্জেন্টিনার বিপক্ষে বার্গক্যাম্পের গোল (১৯৯৮, ফ্রান্স বিশ্বকাপ)। স্টপেজ টাইমে নিজেদের ডিফেন্স লাইন থেকে ফ্রাঙ্ক ডি বোরের লং পাস, ডেনিস বার্গক্যাম্পের অসাধারণ কন্ট্রোল আর ওই সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার রবার্তো আয়ালাকে বোকা বানিয়ে আউটসাইড কার্ভে অসাধারণ ফিনিশ। নেদারল্যান্ডস উঠে যায় সেমিফাইনালে।
ভিডিওঃ
#৯৯
ডিয়েগো ম্যারাডোনার অসাধারণ গোল আর উদযাপন (১৯৯৪, ইউএসএ বিশ্বকাপ)। গ্রীসের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ। প্রতিপক্ষের ডি বক্সের বাইরে আর্জেন্টাইনদের ওয়ান-টাচ ইন্টারচেইঞ্জ আর ম্যারাডোনার ফিনিশ। তারপর ক্যামেরার সামনে বুনো উদযাপন। বিশ্বকাপে এই কিংবদন্তীর শেষ গোল ছিল এটি।
ভিডিওঃ
#৯৮
ম্যানুয়েল নেগ্রেতির বিস্ময় গোল (১৯৮৬, মেক্সিকো বিশ্বকাপ)। স্বাগতিক মেক্সিকোর মিডফিল্ডার প্রতিপক্ষ বুলগেরিয়ার ডি-বক্সে অ্যাক্রোব্যাটিক স্টাইলে বল জালে জড়ান।
ভিডিওঃ
#৯৭
সেনেগালের দৈত্যবধ (২০০২, জাপান-কোরিয়া বিশ্বকাপ)। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচ। জিদান, অরি, পেতিত, পিরেস, ভিয়েরা, ম্যাকেলেলে, ত্রেজেগে, থুরামের মত তারকা ফুটবলারে ঠাসা ফ্রান্স দলএর বিপক্ষে দাঁড়াতেই পারবে না সেনেগাল - সবাই ভেবেছিল এমনটাই। কিন্তু সব সমীকরণ উলটে দিয়ে কাউন্টার অ্যাটাকে পাপা বুবা দিওপের গোল। ১-০ গোলে জিতে গেল সেনেগাল।
ভিডিওঃ
#৯৬
মেপু ইলুঙ্গার পাগলামি (১৯৭৪, জার্মানি বিশ্বকাপ)। ব্রাজিল বনাম জায়ারের মধ্যকার ম্যাচ। জায়ারের ডি বক্সের খানিকটা বাইরে ফ্রি কিক পায় ব্রাজিল। তারপরের ঘটনা নিজেই দেখুন
ভিডিওঃ
#৯৫
সান্তিয়াগোর যুদ্ধ (১৯৬২, চিলি বিশ্বকাপ)। স্বাগতিক চিলি আর ইতালির মধ্যকার কুখ্যাত এই ম্যাচে ইতালির দু'জন দেখেছিলেন লাল কার্ড। লাল কার্ড দেখা একজনকে রীতিমতো পুলিশে ধরে নিয়ে যায় মাঠ থেকে। আর চিলির লিওনেল সাঞ্চেজের ঘুষি খেয়ে নাক ভাঙ্গেন ইতালির হামবারতো ম্যাশিও।
ভিডিওঃ
#৯৪
জিকোর গোল বাতিল (১৯৭৮, আর্জেন্টিনা বিশ্বকাপ)। সুইডেনের বিপক্ষে অন্তিম মুহূর্তে ব্রাজিলের জিকো গোল করলেও ওয়েলসের রেফারি ক্লাইভ থমাস কয়েক সেকেন্ড আগেই বাজিয়ে দেন শেষ বাঁশি। জয়সুচক গোল থেকে বঞ্চিত হয় ব্রাজিল আর জিকো।
ভিডিওঃ
#৯৩
ক্যামেরুনের আর্জেন্টিনা-বধ (১৯৯০, ইতালি বিশ্বকাপ)। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয় রজার মিলার ক্যামেরুন। ওমাম-বিকের একমাত্র গোলে ক্যামেরুন ঘটায় বিশ্বকাপের অন্যতম সেরা অঘটন।
ভিডিওঃ
#৯২
পেলের ইঞ্জুরি (১৯৬৬, ইংল্যান্ড বিশ্বকাপ)। এভারটনের গুডিসন পার্কে পর্তুগালের মুখোমুখি ফেভারিট ব্রাজিল। কিন্তু ওই ম্যাচে পেলের ইঞ্জুরি তাকে ছিটকে দেয় বিশ্বকাপ থেকে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায় তৎকালীন চ্যাম্পিয়ন ব্রাজিল।
ভিডিওঃ
#৯১
ব্রায়ান রবসনের গোল (১৯৮২, স্পেইন বিশ্বকাপ)। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হয় ফ্রান্সের। খেলা শুরু হওয়ার মাত্র ২৭ সেকেন্ড পরেই গোল করে ইংল্যান্ডকে অভাবনীয় সুচনা এনে দেন ব্রায়ান রবসন।
ভিডিওঃ
(চলবে)
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৪ সকাল ৯:২৪