বাংলাদেশের সরকার শিশু নির্যাতনে সর্বোচ্চ পাঁচ বছরের জেল এবং এক লাখ টাকা জরিমানার বিধান রেখে শিশু আইন-২০১৩ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
এর পাশাপাশি প্রস্তাবিত আইনে শিশু নির্যাতনের নানা অপরাধের বিচারে শিশু আদালত গঠনেরও প্রস্তাব করা হয়েছে।
সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে এই আইনটি অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
নতুন এই আইনকে সংজ্ঞায়িত করে সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন শিশুদের প্রতি আঘাত, উৎপীড়ন, অবহেলা, বর্জন, পরিত্যাগ, অশালীনতা প্রদর্শনের কারণে তাদের দুর্ভোগ, স্বাস্থ্য বা মানসিক ক্ষতি হলে আইনে তাকে অপরাধ হিসেবে গণ্য হবে।
আইনটিতে ১০০টি ধারা রয়েছে এবং শিশুদের উন্নয়ন, বিকাশ, স্বার্থ, অধিকার এবং কল্যাণ নিশ্চিত করতে এই আইন তৈরি করা হয়েছে বলে তারা বলছেন
--সংগ্রহ