আমার প্রিয় রং নীল নয় । কিন্তু প্রিয় মানুষের প্রিয় রং নীল । সে আমাকে ডাকেও নীল বলে । আমি বলি নীলিমা । আজকের নীল নিয়ে লেখাটা তার জন্যই ।
নীল বলতেই চোখের সামনে ভেসে ওঠে দিগন্ত জোড়া আকাশ কিংবা ফেনিল সমুদ্র । যদিও নীলকে বেদনার রং হিসেবেই আমরা চিনি, তারপরও নীলকে বলা হয় বিশ্বস্ততা, ভরসা আর আস্থার প্রতীক । সমস্ত পৃথিবীর ৮% মানুষের চোখ নীল । আর নীল চোখের পাগল তো স্যার এল্টন জন থেকে হাল আমলের হানি সিং পর্যন্ত । নীল রক্তে বোঝায় আভিজাত্য, নীল চাঁদে পূর্ণিমা আর নীল নদে বিশালতা । দেশ ভেদেও নীলের ব্যবহারে রয়েছে পার্থক্য । চীনে নীল রয়েছে পাঁচ উপাদান আর ঋতুতে, মেক্সিকোতে ভোরের প্রতীক নীল আর গ্রীক সভ্যতায় নীল ত্যাগের প্রতীক । হিন্দু পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের আর রামের গায়ের রং নীল ।
প্রকৃতিতে যদিও নীল রং আছে খুব কম । ফুল কিংবা ফলেও এর উপস্থিতি সামান্যই । পাখিদের মাঝে পেঁচা বাদে আর কোনো পাখিই দেখতে পায় না নীল রং কে, এমনকি ব্লু বার্ডও না (!) । মশারাও নাকি নীল রংয়ে আকৃষ্ট হয় অন্য যেকোনো রঙয়ের চেয়ে বেশি ।
এগুলো ছাড়াও নীল নিয়ে রয়েছে আরো মজার কিছু ফ্যাক্ট । যেমন, অফিসে নীল রুমের লোকজনের প্রোডাক্টিভিটি নাকি বেশি, বিশ্বের সবচেয়ে বেশি টুথব্রাশের বং নীল, ব্লু রিবন প্রোস্টেট ক্যান্সারের সচেতনতায় ব্যবহৃত হয় । আর নীল মানে তো নিষিদ্ধও ।
আর শেষে নীল নিয়ে নীলিমার জন্য কবিতা,
নীলিমার জন্য নীলের কবিতা
নীল নাকি কষ্টের রং, বেদনা আর আশার
আবার নীল চোখই স্বপ্ন দেখায় ভরসা আর ভালোবাসার ।
নীল লোহিতে আভিজাত্য কিংবা নীল চাঁদে আসক্তি
পূর্ণতা পায়না নীল ছাড়া সবুজ কোনো প্রকৃতি ।
খোলা আকাশে নীলের ছোঁয়া, নীল সমুদ্রেরও আছে,
দূর থেকে পৃথিবীও নীল অন্য গ্রহের কাছে ।
প্রানীতে বড় নীল তিমি, নদেও নীল তাই,
ফুলের মাঝে প্রশান্তি দেয় নীল অপরাজিতাই ।
নীল আবার নিষিদ্ধও; বই, গান আর ছবিতে,
নীলে আসক্ত কম-বেশি লেখক আর কবিতে ।
কৃষ্ণ বলি, রাম বলি, নীল তাদেরও গায়,
মহাদেবের কণ্ঠে নীল বিসের ভালোবাসায় ।
এতো রূপে এতো নীল, নীল আকাশ জোড়া,
এত কাছে তবু নীল দেয় নাকো ধরা ।
রেফারেন্সঃ
১। Click This Link
২। Click This Link
৩। Click This Link
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭