: কি ব্যাপার কবিরাজ, একেবারে যে ডুব দিলে? দেখাই পাওয়া যায় না ?
: তেমন কিছু না, এই আর কি!! (আমার বোকাবোকা হাসি)
: আজকাল নাকি গবেষণা আর লেখালেখির নিয়ে নাকি খুব ব্যস্ত?
: তা একটু আছে বৈকি ।
: তা তোমার গবেষণার বিষয়টা যেন কি ?
: “Characterization of the potential stages of changes found in typical human behavior after their fight with girlfriend”. সোজা বাংলা করলে দাঁড়ায়, প্রেমিকার সাথে ঝগড়ার পর প্রেমিকের মনস্তাত্ত্বিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ ধাপগুলোর পর্যায়ক্রমিক চিহ্নিতকরণ ।
: তা কি পেলে ফলাফল?
: একটা ছেলে একটা মেয়ের সাথে ঝগড়ার পর তার মানসিক অবস্থাকে কয়েকটা ধাপে ভাগ করা যায়ঃ
1. Anger: এটি প্রথম ধাপ । কারণ যাই হোক না কেন, প্রচন্ড রাগারাগি হয় ঝগড়ার শুরুতেই । চলে কথা কাটাকাটিও । রাগারাগির পরিমাণ নির্ভর করে ঝগড়ার কারনের উপর । কারণ যত গুরুতর ঝগড়ার পরিমাণ তত বেশি ।
2. Violence: দ্বিতীয় ধাপে রাগারাগি রূপ নেয় রুদ্রমুর্তিতে । বেশিরভাগ ভাঙ্গাভাঙ্গি চলে এই সময়টাতেই । যদিও সবচেয়ে বেশি চাপ যায় সাধের মোবাইলের উপর দিয়েই। এছাড়াও গিফট আইটেম ভাঙ্গা, চিঠিপত্র ছেঁড়া, SMS গুলো মুছে ফেলা, মোবাইল নম্বর মুছে ফেলা এই ধাপের অন্যতম শনাক্তকারী বৈশিষ্ট ।
3. Anxiety: আগের ধাপটি ছোট্ট হলেও ওইটার effect এই ধাপে প্রবল । যত বেশি Violence তত বেশি Anxious. এই ধাপে মাথা ঠাণ্ডা হতে শুরু করে । একটা 50-50 অবস্থার শুরু হয় । মন Judgment শুরু করে দেয় । যা করেছি ঠিক করেছি, এই চিন্তা থেকে মন সড়ে আসে ।
4. Depression: এই ধাপে Brain শান্ত Mind অস্থির । সব কিছুতেই তাকে মনে পড়তে থাকে । “মন বসে না পড়ার টেবিলে” টাইপ অবস্থা । ঝিম মেরে বসে থাকা, নাওয়া-খাওয়া ভুলে যাওয়া, সবচেয়ে পছন্দের কাজগুলোতেও মনোযোগ হারিয়ে ফেলা, উদাস হয়ে আকাশে তাকিয়ে থাকা এই ধাপের লক্ষণ । পুরানো SMS গুলো খুঁজে বের করে, পুরানো ছবিগুলো দেখতে দেখতে, ছেঁড়া চিঠিগুলো জোড়া দিতে দিতে কিংবা ভাঙ্গা মোবাইলটা জোড়া দেয়ার বৃথা চেষ্টা করতে করতে এই ধাপ শেষ হয় ।
5. Let the Ego go: “নাহ, অনেক চিন্তা করে দেখলাম তারে ছাড়া বাঁচা সম্ভব না” এই চিন্তাতেই এই ধাপের শুরু । মুছে ফেলা নম্বর মনের খাতা হাতড়ে বের করে ফোন দিয়ে এই ধাপ এগুতে থাকে ।
Then they live happily ever after until another fight…….
বি. দ্র.ঃ এক ধাপ হতে অন্য ধাপে যাওয়ার সময়কাল এক ঘন্টা থেকে এক জীবন পর্যন্ত হতে পারে ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৯