হৃদয় গহীনের বসন্তগাথা
কৃষ্ণচূড়ার ফুলে রাঙ্গা ছিল মেঠোপথ,
প্রকৃতির সাথে ছিল বসন্ত এ মনে;
”কিছু কথা আছে শোন” অস্ফুট অধরে,
বলেছিল একজন আজও আছে স্মরণে।
ফাগুনের রাগ ঝরা হৃদয়ের আঙ্গিনায়,
’একুশে’র এলো সে যে প্রেমডালা সাজিয়ে;
মন বনে কুহু তানে মুখরিত কোকিলার
’উনিশে’র আমাকে মোহগানে মাতিয়ে।
ণকাল নীরবে দাঁড়ালো যে সমুখে,
চেখে চোখে চেয়ে থাকা, কথা হারা কিছুণ;
কানাকানি করে করে বসন্ত সমীরন,
দুটি মনে তুলেছিল বুঝি একই শিহরণ।
সামাজিক নিষেধের বেড়াজাল ডিঙ্গিয়ে,
চাহিনি শপথের আশ্বাসে বাঁধিতে;
নত মুখে দ্রুত তাই মেঠো পথ ছাড়িয়ে,
চলে গেছি ঐ মন ভরে দিয়ে আঘাতে।
কিছু পরে ফিরে যবে দেখলাম পিছনে,
ফুল হাতে তখনও আছে সে যে দাঁড়িয়ে;
হৃদয়ের আকাশে বইছিল দ্বিধা ঝড়,
প্রাণপনে ফিরলাম নিজেকে সরিয়ে।
তারপর কেটে গেছে জীবনের বহুকাল,
সংসার পেতেছি, সাথে আছে আর জন;
বাস্তব জীবনের দ সে কারিগর,
রেখেছে বৈভবে করে মনোরঞ্জন।
সব চাওয়া জীবনের পূর্ণতা পেয়েছে,
সারাণ সংসারে ডুবে আছি কাজে তাই;
ঘরে আছে সবকিছু পরিপাটি সাজানো,
শুধু এই জীবনে কাব্যের ছোঁয়া নাই।
হৃদয়ের এককোণে ফেলে রাখা স্মৃতি এক,
বসন্ত এলে মনে অকারণে দোলা দেয়;
মনে হয় আজও কেউ আছে যেন দাঁড়িয়ে,
কৃষ্ণচূড়ায় রাঙ্গা মেঠো পথ ডাকে আয়।
যৌবন তুলিতে রঙে রূপে আঁকা এক -
সব মনে থাকে বুঝি কল্পনা চিত্র;
রঙ ঝরা বসন্তে আসে ফিরে বার বার
আনমনা সময়ের সুখকর এ মিত্র।