আর একটা ৫২
বলেছিলাম ফিরে আসব, তোর মুখের বুলি হয়ে।
তবু তোর নয়ন ভিজে উঠে ফাগুন এলেই!
যে শিশুটির মুখে এখনও কথা ফুটেনি
ব্যকুল হয়ে সেও কেমন আওড়ে যায়,
আ......উ......ও........ম.....।
মা'রে তোর এই দস্যি ডানপিঠে ছেলেটা,
যদি সে দিন তাজা বুলেটটা বুকে না নিতো,
তা হলে কোথায় পেতি এত আগুন,
লাল পলাশের এমন ফাগুন মাস।
বসন্তের পাগল হাওয়ায় ছুটে চলা
ঐ উচ্ছল তরুনীর কপালের
রাঙা টিপটায় আমাকে দেখ।
পত পত ঐ পতাকার সবুজের মাঝে
লাল বৃত্তটাতে আমাকে খুঁজে নে।
তুই আমার একটা কথা রাখবি মা?
৫২ থেকে শুরু করে আজ অবধি
যারা তোকে অপমান করছে ,
অমর্যাদা করেছে তোর ভাষার।
তাদের লোক দেখানো নগ্ন পা
বুকে রাখতে দিস্ না মা।
৫২এর বুলেটের আঘাতের চেয়ে
এই নগ্ন পদাঘাতে কষ্ট অনেক ।
ওরা বারে বারে হেরে গেছে মা,
তোর দস্যি ছেলেদের কাছে।
ওদের রুখতে গিয়ে তোর বুকে
গড়ে উঠেছে অনেক স্মৃতির সৌধ,
না হয় হবে আর একটা এমন।
আর একবার ওরা জেগে উঠুক,
তোর হারিয়ে যাওয়া
এই ছেলেটার মত করে।
আর এক বার মা
শেষ বারের মত।
যে স্বপ্ন আর আশা নিয়ে আমি
দাঁড়িয়েছিলাম মিছিলের সামনে,
সেই রকম আর একটা মিছিল মা।
আর এক টা।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৩