মুষ্টিমেয়তায় অপার্থিব অনুভব
মুষ্টিমেয়তায় অপার্থিব অনুভব
মাঝবয়সী রাত
আর শুক্লা পঞ্চমীর চাঁদ,
থরে থরে স্বপ্ন সাজাই
রুদ্ধ চিলেকোঠায়........
চালতার সুবাস
আর পুবালী বাতাস,
গিরিমনে শিশির মাখাই
সমুদ্রের আকাঙ্খায়.........
অলস রোদ্রময় দিন
আর জারুল রঙা কৌপিন,
বেগানা সেতারে বাজাই
শুকনো পাতার সানাই.......
তুলোট মেঘের মেলা
আর উদাস সেঁজুতি বেলা,
হরিতকির নৌকো সাজাই
নৈশব্দের আলোছায়ায়.......
মুষ্টিমেয়তায় অপার্থিব অনুভব।
********** বাকিটুকু পড়ুন
