দেশের সার্বিক নিরাপত্তার অবস্থা ভাল। তবে প্রতি দিনই মার্ডারের মত দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে । তবে ভাল বিষয় হচ্ছে অনেক খবর হয়তো মিডিয়া কিংবা পত্র-পত্রিকা পর্যন্ত আসছে না, মানুষ সেসব বিচ্ছিন্ন ঘটনা সম্পর্কে জানতেও পারছে না।
আর অন্যদিকে পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশ ঘরে ঘরে পাহারা দিয়ে পারবে না, নিজেদেরও নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এটা আমাদের জন্য সুখবর খামোখা টাকা-পয়সা দিয়ে পুলিশ বাহিনী পোষার দরকার হবে না আমাদের, রাষ্ট্রের বেচে যাবে কোটি কোটি টাকা যে টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হত।
আশা করছি সরকার আমেরিকার মত প্রত্যেক ঘরে ঘরে অস্ত্র রাখার লাইসেন্স দিয়ে দিবে। শুধু নরমাল অস্ত্রে কাজ হবে না, যুদ্ধাস্ত্রের লাইসেন্সও দেওয়া প্রয়োজন।
সরকার অনুমতি দিলে আমার প্রিয় ৩টা রাইফেল কিনে ফেলবো।
১. রাশিয়ার AK-56
২. আমেরিকান M-16
৩. জার্মান G-3
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০