ছেলের মা গেছে মেয়ে দেখতে,ছেলে এবং মেয়ের মায়ের কথোপকথন-
মেয়ের মাঃ কেমন আছেন?
ছেলের মাঃ জ্বি ভাল আছি।
মেয়ের মাঃ তো মূল আলোচনায় আসি।টুম্পার আবার পরীক্ষা শুরু হচ্ছে সামনের মাস থেকে। এ কয়টা দিন বেশ ব্যস্ত যাবে। তা....আপনার ছেলে কি করে?
ছেলের মাঃ আমার ছেলে ফেসবুক চালায়,নামকরা ফেসবুক সেলিব্রেটি।
মেয়ের মাঃ জ্বি কী করে বললেন?
ছেলের মাঃ ফেসবুক সেলেব্রিটি।
মেয়ের মাঃ এইটা আবার কী?
ছেলের মাঃ কোনটা? ফেসবুক সেলেব্রিটি? আপনি ফেসবুক কি এইটা জানেন না?
মেয়ের মাঃ জ্বি না, আমি আসলে বাইরের অনেক কিছুর খবর রাখি না। তো ফেসবুক কি?
ছেলের মাঃ ফেসবুক হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, এখানে বিভিন্ন বিষয়ে লেখালেখি করে। আপনি কিছু একটা লিখলে আপনার লেখায় অন্য মানুষ লাইক করবে,কমেন্টস করবে। আবার আপনিও অন্য মানুষের লিখায় লাইক কমেন্টস করতে পারবেন।আর যাদের লেখায় অনেক লাইক কমেন্টস পড়ে তাদের ফেসবুক সেলেব্রিটি বলে।
মেয়ের মাঃ তা এইসব করে আপনার ছেলে কেমন আয় উপার্জন করে?
ছেলের মাঃ আয় উপার্জনের কথা কি বলছেন আপা,আমার ছেলের এক একটা লেখায় কি পরিমাণ লাইক কমেন্টস পড়ে আপনি চিন্তাও করতে পারবেননা। খুব কম ফেসবুক ইউজার আছে যারা ওর মত লাইক কমেন্টস পায়,ওর লেখায় মানুষ হুমড়ি খেয়ে পড়ে।
মেয়ের মাঃ আমার মেয়ে কি ফেসবুকের লাইক কমেন্টস খেয়ে থাকবে নাকি? যান ফোটেন, ফেসবুক সেলিব্রেটির ভাত নাই,আইছে আমার ফেসবুকার।