আমি সুন্দরের পূজারী। চলার পথে সুন্দর কাউকে দেখলেই ভাল লেগে যায় কিংবা প্রথম দেখাতেই প্রেমে পড়ি,ভাবি এটাই বোধহয় প্রেম।পরক্ষণেই মনে পড়ে এটাকে প্রেম বলেনা,এটা হচ্ছে মুগ্ধতা।আবার দীর্ঘদিন প্রেম করেও ঠিক বুঝি নাই প্রেমটা আসলে হলো কিনা? প্রেম আর মুগ্ধতার মাঝের পার্থক্য টুকুও করতে পারিনা। ছেলে বন্ধু বা মেয়ে বান্ধবীর সাথে ঘনিষ্ট সম্পর্কটাকে মাঝে মাঝে গুলিয়ে ফেলি।অনেক সময় ভাবি আমার বন্ধু বা বান্ধবী কি আমাকে ভালোবাসে অথবা আমাদের মধ্যকার সম্পর্কটা কেবলই কি বন্ধুত্ব...??
বড়দের দেখলে সব সময় শ্রদ্ধা করি, কিন্তু সেটা কি শ্রদ্ধার পর্যায়ে পড়ে, নাকি ভয়ের পর্যায়ে সেটাও আলাদা করতে পারিনা। ভালো কিছু করেছি বলে গর্বিত হই, কিন্তু সেটা গর্ব নাকি অহংকার বুঝতে পারি না। আবার অনেক সময় ব্যক্তিত্ত্ব নিয়ে চলতে গিয়ে অনেকে মনে করে লোকটা বেশ অহংকারী। ব্যক্তিত্ব আর অহংকারী মনোভাবের পার্থক্যটাও ঠিক ধরতে পারিনা।
কারোর প্রয়োজনে আমি সাহায্য করি,বিপদে এগিয়ে আসি, কিন্তু সেটা কি নি:স্বার্থ ভাবে করলাম নাকি এর থেকে কোন প্রাপ্তির প্রত্যাশা আমার আছে, বা কাউকে ঋণী করে ফেললাম এমন মানসিকতা আমার মধ্যে বিরাজ করছে তাও বুঝি না।
ভাল মন্দ বুঝার মত বিবেক বুদ্ধি আল্লাহ আমাকে দিয়েছে, তাই অনেক কিছুই সহজে বুঝতে পারি। আমি কি তাহলে চালাক নাকি ধুর্ত বুঝিনা। প্যাঁচ-পুচ আমি বুঝিনা, সৎ পথে সৎ উপার্জন দিয়ে আমি চলতে চাই এবং চলি, আমি কি তাহলে সরল নাকি বোকা তাও বুঝি না।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৭