বিয়ের সময় বর কনে পছন্দের ক্ষেত্রে শ্যামলা ও ফর্সা রং নিয়ে বিতর্ক আমাদের দেশে নৈমিত্তিক ঘটনা।নিশ্চয় দেখেছেন আমার/আপনার ফ্যামিলি,বন্ধু বান্ধব,আত্নীয় স্বজন,পাড়া পড়শীদের মাঝে যখন ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজতে বের হন তখন তাদের ডিমান্ড থাকে অবশ্যাই মেয়েটি ফর্সা হতে হবে।সবাই ফর্সা পাত্রী খুঁজে কিন্তু পাত্রের বোন ও মা শ্যমলা কিংবা কালো সেদিকে নিজেদের খেয়াল নাই।অনেক ক্ষেত্রে দেখা যায় পাত্র নিজে বেশ কালো কিন্তু ফর্সা পাত্রী ছাড়া বিয়েই করবেনা।আবার দেখা যায় পাত্রী পক্ষের ডিমান্ড থাকে ছেলে সুর্দশন ও ফর্সা হতে হবে,অথচ পাত্রীর ভাই বা বাবা শ্যমলা কিংবা কালো।অনেক সময় দেখা যায় এই শ্যাম সাদা সমস্যার কারণে গ্রামাঞ্চলে কন্যা দায়গ্রস্ত পরিবার এক পাত্রী দেখিয়ে অন্য পাত্রী বিয়ের পিড়িতে বসিয়ে দেয়,তার পরের ইতিহাস হয়তো অনেকেরই জানা।
কারো বাহিরের রুপ দেখে তাকে মূল্যায়ন করা উচিৎ নাহ,কারণ হয়তো তার ভেতরের রুপ আপনাকে মুগ্ধ করতে পারে।আর যার বাহিরের রুপ দেখে আপনি মুগ্ধ হয়েছেন হয়তো তার ভেতরের রুপ সম্পূর্ণ বিপরীত অর্থাৎ কুৎসিত। আমি বুঝিনা মানুষ কেন সাদা চামড়ার পিছনে দৌড়ায়।একজন সাদা চামড়ার মানুষ যে মানসিকতার দিক দিয়ে সুন্দর হবে এমন কোন গ্যারান্টি নাই রে ভাই, তাই বলছি- মানসিকতা পরিবর্তন করেন।আমার একটি সহজ স্বীকারোক্তি -শ্যাম বর্নের মেয়েদের চোখ গুলো ভয়ংকর রকম সুন্দর হয়,আর তাতে যদি কাজল দেওয়া হয় তাহলে তো কথাই নেই। শ্যাম বর্নের মেয়ের চোখে যে কত বার খুন হয়েছি তা আমি নিজেও জানিনা।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৭