দূনীতি, লুটপাট, চুরির অন্যতম জায়গা আমাদের বাংলাদেশ এয়ারলাইন। এয়ারটিকেট থেকে শুরু করে বিমান এর ক্ষুদ্র যন্ত্র এমন কিছু নাই এখানে কোন চুরি বা দূনীতি নাই এই সেক্টরে। বাংলাদেশ সরকার বছরের পড় বছরের এই খাতে লোকসান দিয়ে আসছে। এমনকি ইংল্যান্ড থেকে বিমান বাংলাদেশ এর প্রধান নির্বাহী পদে কেভিন স্টিল কে নিয়োগ দেওয়ার পর ও বাংলাদেশ বিমানের চুরি লুটপাট দেখে, এক বছর তিনি পদত্যাগ করতে বাধ্য হন। খুব বেশি বিপদে না পড়লে কেউ এই এয়ারলাইন ব্যবহার করে নাহ বলে আমার ধারনা। যেখানে প্রবাসে প্রায় এক কোটির মত বাঙালীর অবস্থান সেখানে আসা যাওয়া ভাল সার্ভিস দিয়ে, এই বিমান বাংলাদেশ হতে পারতো আমাদের দেশের আয়ের অন্যতম প্রধান উৎস ও লাভজনক প্রতিস্টান।
বিমান বাংলাদেশ ও সিংগাপুর এয়ারলাইন এর পথ চলা কিন্তু একই সাথে। ১৯৭২ সালের সুরু এই দুইটির এয়ারলাইন এ বিমানের সংখ্যা কিন্তু ছিল তখন ৩ টি। আজকে কোথায় সিংগাপুর এয়ারলাইন আর কোথায় আমদের বলাকা। সঠিক ব্যবস্থাপনা, ভাল সার্ভিস, উন্নত প্রযুক্তি ব্যবহার করে সিংগাপুর এয়ারলাইন্স একটি অন্যতম লাভজনক প্রতিস্টান ও আয়ের অন্যতম প্রধান ঊৎস। ২০১৬/১৭ অর্থ বছরে এই খাতে থেকে সিংগাপুর সরকার প্রায় ১৫ বিলিয়ন সিংগাপুরিয়ান ডলার রাজস্ব পায়। বর্তমানে তাদের বহরে রয়েছে ১১২ টি বিমান যায় মধ্য এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৪৭ এর মত আধুনিক ও দামি বিমান এবং সারাবিশ্ব প্রায় ৬২ টি দেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করে থাকে।
অব্যবস্থাপনা, দূনীতি, নিম্নমানের সার্ভিস দিয়ে বিমান বাংলাদেশ প্রায় প্রতি বছর ব্যপক লোকসান দিতে হচ্ছে। বর্তমানে বহরে বিমান সংখ্যা
মাএ ১২ টি এবং ৪২ টি দেশের সাথে চুক্তি থাকলে ও মাএ ১৬ টি দেশে ফ্লাইট যায়। আমাদের দেশে কিছু ব্যক্তিমালিকানাধীন কিছু এয়ারলাইন ভাল সার্ভিস দিয়ে ভাল জনপ্রিয় লাভবান হলে তার সংখ্য খুবই অল্প। দেশের অধিকাংশ মানুষ সেবামান ইত্যাদি বিদেশী এয়ারলাইন গুলতে বেশি যাতায়াত করে। এভাবে দেশে থেকে কোটি কোটি টাকা ব্যবসা করে নিয়ে যাচ্ছে বিদেশি এয়ারলাইন গুলো। এসব ব্যাপারে আমাদের বিমানপ্মন্ত্রী তাদের মনে হয় কোন মাথা ব্যথা নেয়। যে যার মত লুটেপুটে খাচ্ছে এমনকি বাংলাদেশ এয়ারলাইন্স কেভিন ক্র তারা ও নাকি অবৈধ পাচার ইত্যাদি কর্মকান্ডে জরিত।
আন্তর্জাতিক ভাবে আমাদের দেশে গর্ব করার মত কোন কিছু নেই। আছে সুধু চুরি আর লুটপাট। সরকারি সামান্য কিছু সহানুভূতি পেলে এইসব প্রতিস্টান আয় করতে পারে প্রচুর অর্থ। কিন্তু এখন মনে সব কিছুতে যেন মরার উপর খারার ঘা।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৭ রাত ৯:২৭