আমাদের দেশে অনেক পাঠক আছেন যারা অনলাইনে নানাবিধ সংবাদ পড়ে থাকে। এর মধ্য একটা বড় শ্রেনী যারা আবার বিদেশে থাকে। কিন্তু দু:খের ব্যপার হলে আমাদের দেশের কিছু প্রধান দৈনিক, খুবই নিম্ন মানের কিছু সংবাদ পরিবেশ করে। শুধু তাই নাহ আমদের ঘরোয়া ব্যপারে থাকে অনেক উস্কানিমূলক সংবাদ।
আজকের অনলাইন ডেইলিতে দেখবেন অপ্রয়োজনীয় অনেক সংবাদ। সুধু যে এইসব খবর তা কিন্তু নাহ, ভারতের তুচ্ছ কিছু খবর প্রায় প্রতিদিন ই আসে। আজকে যেমন ভারতের এক ছাগল ৬৪ হাজার রুপি চিবিয়ে খেল, ভারতে দাবানল, সোনিয়া গান্ধী মোদিকে করলেন তুলোধুনা, ভারতে কৃষক বিদৌহ। এইসব খবর ভারতের কোন দৈনিককাগজ আসে কিনা আমার সন্দেহ?
বিরেন্দের সেবাগের দুই লাইনে আবেদন পএ, কোহেলির সাথে কুম্বলের দন্দ এইসব ইত্যাদি। ভারত নিয়ে এত মাথাব্যথা কেন আমার জানা নেই? এইসব ধর্ষন, ভারতের রাজনীতি, তাদের তারকা আমদের দেশের এত বড় করে দেখার কি আছে? এইসব ধর্ষন, তদের তারকা মহা তারকা কখনো আমাদের দেশের মানুষের জন্য ভাল কিছু বয়ে আনে না।
ভারতীয় স্টার জলসা, পাখি ড্রেস অনেক আগে ই আমাদের সমাজ করেছিল অস্থীতিশীল। এখম এইসব খবরে নিজেদের আরো বারোটা বাজানো আর কি?
শেষ করবো এইটি খবরটি দিয়ে, আইসিসি ক্রিকেট বাংলাদেশ অস্টেলিয়া ম্যাচের আগে অস্টেলিয়ার ক্যপ্টেন স্মিথ তার কনফেরান্সে বাংলাদেশের মুসফিক রহিমের ঠিক মত নামটি বলতে
পাড়ে নী, কেনানা তাকে নাকি সে ভাল মত চিনে না। একসাথে প্রায় ১০ বছর ক্রিকেট খেলার সাথে ও মুসফিক বাংলাদেশের ক্যপ্টেন থাকার পড় তাকে নাহ চেনা কতটুকু যুক্তিযথ কে জানে? কেননা ওদের মিডিয়া অন্যদের এত হাইলাইট কড়ে না আর ওরা অন্যদের নিয়ে এর মাথা ঘামায় নাহ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৭