উৎসর্গ ঃ এই প্রজন্মের যার চোখে বাংলা চলচ্চিত্র জেগে উঠার স্বপ্ন দেখতে পাই সেই স্নেহের ব্লগার দীপ ] কে ।
গত ৩রা এপ্রিল থেকে ৫ই এপ্রিল হয়ে গেলো বাংলা চলচ্চিত্রের হারিয়ে যাওয়া পোস্টার প্রদর্শনী । যা দেখে আমি হয়ে গিয়েছিলাম নস্টালজিক । আমার সাথে ছিল বাংলা চলচ্চিত্র নিয়ে কাজ করা আরেক ছবি পাগল দারাশিকো । দারাশিকোর কাছে কৃতজ্ঞ যে এতো সুন্দর একটি আয়োজনে আমাকে নিয়ে যাওয়ার জন্য । সেই প্রদর্শনী থেকেই আপনাদের জন্য ছবি তুলে এনেছে ব্লগার দীপ । যে ছবি তুলে সোজা আমাকে পাঠিয়ে দিয়েছে নিজের সংগ্রহে পোস্টার গুলো চিরদিন রাখার জন্য । এবার আসুন দেখে নিই কি কি ছিল সেই প্রদর্শনীতে।
প্রদর্শনীর প্রবেশ পথেই দেখা পেলাম জহিরুল হক পরিচালিত 'কি যে করি'র পোস্টার টি ।
প্রবেশ পথের আরেক পাশে দেখা পেলাম '১৩ নং ফেকু অস্তাগার লেন' এর পোস্টার -
আজ এই পর্যন্ত থাক , কাল আবার দেখা হবে আরও কিছু অসাধারণ সব পোস্টার ।