বর্তমান প্রজন্মের অজানা সালমান শাহ এর স্বকণ্ঠের গানসহ ৯০ দশকের জনপ্রিয় কিছু গান (Must See) !!!!
উৎসর্গ ঃ প্রিয় সালমান শাহ এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায়রত সকল স্বপ্নবাজ মানুষদের ও সকল সালমান ভক্তদের উৎসর্গ করলাম ।।
প্রিয় বন্ধুরা ৯০ দশকের বাংলা চলচ্চিত্রে উল্কার মতো এসে কোটি মন জয় করে হঠাৎ হারিয়ে যাওয়া প্রয়াত সুপারস্টার সালমান শাহ এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সালমান অভিনীত একটি রোমান্টিক ছবির হারিয়ে যাওয়া ও বর্তমান প্রজন্মের কাছে অজানা সালমান শাহ এর স্বকণ্ঠের রোমান্টিক গানটি আজ আপনাদের হাতে তুলে দিবো আর সঙ্গে আরও দিবো ৯০ দশকের কিছু জনপ্রিয় গান যা গত এক দশক ছিল প্রচারের বাহিরে ও বর্তমান প্রজন্মের কাছে অজানা।
১) ১৯৯৫ সালের শেষদিকে মুক্তিপ্রাপ্ত সালমান শাহ- লিমা জুটির অভিনীত ও জীবন রহমান পরিচালিত 'প্রেমযুদ্ধ' ছবিটির কথা সবাই জানেন। সেই ছবিতে সেই সময়ের হিন্দি আলোচিত ও জনপ্রিয় ছবি '1942 Love Story ' ছবির কুমার শানুর কণ্ঠের জনপ্রিয় ' ও এক লারকি কো দেখা তো ' গানটির সুরের আদলে আহমেদ ইমতিয়াজ বুলবুল এর সুর ও সঙ্গীতে চিত্রনায়ক সালমান শাহ একটি গানের কণ্ঠ/ প্লেব্যাক করেছিলেন। গানটির সুর হুবুহু নকল হওয়া সত্ত্বেও সালমান এর কারনে গানটি তখন জনপ্রিয় হয়েছিল দর্শক ও শ্রোতাদের মধ্য। যে গানটি ছিল - ও তুমি আমার জীবনে এক স্বপ্ন যেন- সালমান শাহ
২) সালমান- লিমার 'প্রেমযুদ্ধ' ছবিতে সালমান ও ছবিতে তাঁর শিশুপুত্র এর অভিনীত একটি চমৎকার গান ছিল। যে গানটি এন্দ্রু কিশোর এর কণ্ঠে পিতা সালমান তাঁর হারিয়ে যাওয়া পুত্রকে পাওয়ার আনন্দে গেয়েছিলেন। সেই জনপ্রিয় গানটি হলো ঃ লাল লাল ঐ গালে একটা চুমো - এন্দ্রু কিশোর
৩) ১৯৯৫ সালে পরিচালক শাহ আলম কিরন নির্মাণ করেন সামাজিক অ্যাকশন ছবি 'প্রতিশোধের আগুন' । এই ছবির মুল চরিত্র 'আগুন' নামে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন। ছবিতে ইলিয়াস কাঞ্চনের অভিনীত ও জনপ্রিয় শিল্পী এন্দ্রু কিশোর এর কণ্ঠে এবং সুরসম্রাট আলম খানের সুরের একটি জনপ্রিয় গান ছিল কে আমি আমি কার - এন্দ্রু কিশোর
৪) ১৯৯৫ সালে তৎকালীন জনপ্রিয় অভিনেত্রী শাবনুর প্রথমবারের মতো জুটি বাধেন সেই সময়ের আরেক জনপ্রিয় নায়ক ওমর সানীর সাথে। সানী- শাবনুর জুটির প্রথম ছবি বক্সঅফিসে সুপারহিট ব্যবসা করে। সানী -শাবনুর জুটিকে নিয়ে পরিচালক ওয়াকিল আহমেদ আমাদের উপহার দিয়েছিলেন ;প্রেমের অহংকার' ছবিটি। যে ছবিটিতে আলম খান এর সুর ও সঙ্গীতে একাধিক চমৎকার মেলোডি গান ছিল যা সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল। গানগুলো হলো - ক) জীবনের গান আজ গাইবো - রুনা, এন্দ্রু কিশোর ও আগুন
খ) ভালোবাসার পাঠশালা নাই - আগুন ও রুনা লায়লা
গ) জীবন যত হোক না ছোট - বেবী নাজনীন
ঘ) তুমি আমার প্রেমের অহংকার - এন্দ্রু কিশোর ও রুনা লায়লা
৫ ) ১৯৯৬ সালে পরিচালক মালেক আফসারি নির্মাণ করেন রুবেল -চম্পা- হুমায়ূন ফরিদী , এটিএম শামসুজ্জামান অভিনীত বক্স অফিসে সাফল্য পাওয়া ছবি 'ঘৃণা' ছবিটি। আলম খানের সুর ও সঙ্গীতে এই ছবির গানগুলো ছিল বেশ জনপ্রিয়। সেই গানগুলোর অন্যতম একটি গান হলো - কেঁদোনা ব্যথা পেলে কেঁদোনা - এন্দ্রু কিশোর, সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলু
৬) ১৯৯৫ সালে গুণী পরিচালক আজিজুর রহমান নির্মাণ করেন সানী - মৌসুমি জুটির অন্যতম হিট ছবি 'লজ্জা'। 'লজ্জা' ছবিতে আনোয়ার পারভেজ এর সুর ও সঙ্গীতে জনপ্রিয় গানগুলোর একটি গানছিল এসো এসো কাছে এসো - খালিদ হাসান মিলু ও রুনা লায়লা
৭) ১৯৯৫ সালে বাংলা চলচ্চিত্রের মাস্টার মেকার ও সর্বাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক এ জে মিন্টু সানী - মৌসুমি জুটিকে নিয়ে নির্মাণ করেছিলেন সুপার রোমান্টিক ছবি 'প্রথম প্রেম' যা জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। 'প্রথম প্রেম' ছবিতে সুরসম্রাট আলম খান চমৎকার সব মেলোডি গান দিয়েছিলেন যা ছিল সেই সময়ের বাংলা ছবির গানের মধ্য বেশ জনপ্রিয়। সেই জনপ্রিয় গানগুলো ছিল যথাক্রমে ঃ মনে প্রেমের বাত্তি জ্বলে - সৈয়দ আব্দুল হাদী
No চিন্তা DO ফুর্তি - এন্দ্রু কিশোর ও রুনা লায়লা
তুমি আমার প্রথম প্রেম - আগুন ও বেবী নাজনীন
প্রেম নগরের জংশনে - এন্দ্রু কিশোর ও রুনা লায়লা
৮) ১৯৯৬ সালে মিন্টুর যোগ্য উত্তরসুরি 'কেয়ামত থেকে কেয়ামত' খ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান নির্মাণ করেন সামাজিক অ্যাকশন গল্পের সুপারহিট ছবি 'বিদ্রোহী কন্যা' । 'বিদ্রোহী কন্যা' ছবির টানটান উত্তেজনার মাঝে দর্শক হুট করে পেয়ে যায় আলম খানের সুরে ও সাবিনা ইয়াসমিন এর কণ্ঠের একটি দারুন চমৎকার মেলোডি গান যা হলো - তোমাকে যুগে যুগে ভালোবাসিবো - সাবিনা ইয়াসমিন
৯) ১৯৯৫ সালে গুণী নির্মাতা কাজী হায়াত প্রথমবারের মতো তৈরি করেন একটি ব্যতিক্রমধর্মী গল্পের রোমান্টিক ছবি 'লাভ স্টোরি'। একাধিক শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই ছবিটিতে সর্বপ্রথম বাণিজ্যিক ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করে সেই সময়ের টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী রোজী সিদ্দিকি। ছবিটি ব্যবসায়িক সাফল্য না পেলেও আহমেদ ইমতিয়াজ বুলবুল এর কথা ,সুর ও সঙ্গীতে একটি গান ছিল সুপারহিট। সেই সুপারহিট গানটি হলো - কত মানুষ ভবের বাজারে- কনক চাঁপা
১০) ১৯৯৪ সালে পরিচালক আওকাত হোসেন নির্মাণ করেন রোমান্টিক অ্যাকশন ছবি 'আশিক প্রিয়া'। সেই সময়ে ভারতের বাপ্পি লাহিড়ীর সুর ও সংগীত পরিচালনায় 'আশিক প্রিয়া' ছবির ২ টি গানছিল সুপারহিট । গানগুলো হলো যথাক্রমে - আমি আশিক তুমি প্রিয়া - কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি
তোমার আগে আর কেউ নেই - অলকা ও কুমার শানু
বাংলা ছায়াছবি ও গান এর প্রচার ও প্রসারের জন্য এবং বর্তমান প্রজন্মের কাছে বাংলা ছায়াছবি সম্পর্কে জানিয়ে জনপ্রিয় করার জন্য একটি RaDiO bg24 এর ক্ষুদ্র প্রচেষ্টার অংশ হিসেবে ইহা ক্ষুদ্র একটি নিবেদন মাত্র।।
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন