আমায় লুকা,
চোঁখে তোর রক্ত জমাট বাধা,
এক দুপুর আমায় কাঁদা।
ঝা চকচকে দিনে সময় থমকে গেলে,
ফুটপাথে বিষন্নতা কুড়িয়ে পেলে,
আলখেল্লা গায়ে জড়িয়ে লুকোতে বড় সুখ,
ও আমার, কালো নগরীর মা, জননী হালতি পাখির বুক।
হালতী পাখির বুক,
আমায় লুকা।
রক্তে জমাট বাঁধা ভেজা কষ্ট শুকা,
আমায় লুকা...।
বাক্স বন্দী বাসে মানুষ সকল,
পকেট চিরুনী, পাউডারে সব হয় নকল।
ভীড়ের শরীরে একা হতে চাওয়া পেনিসল মানুষ,
ভালোবাসা নিলামে তুলে খায় ঝালমুড়ি, ছোলা, পেঁপের জুস।
বেঢপ নায়িকা বিলবোর্ডে, অন্ধকারে এসে তাই সময় থমকে গেলে,
ফুটপাথে বিষন্নতা কুড়িয়ে পেলে,
আলখেল্লা গায়ে জড়িয়ে লুকোতে বড় সুখ,
ও আমার, কালো নগরীর মা, জননী হালতি পাখির বুক।
হালতী পাখির বুক,
আমায় লুকা।
রক্তে জমাট বাঁধা ভেজা কষ্ট শুকা,
আমায় লুকা...।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৬