জানালার পাশে বিষন্ন রাত একাকি জাগবে...
জরিয়ে দোলছুট কিছু মানুষের বেদোনা...
শেষ প্রহরের বাতাস কে করবে ভারাক্রান্ত----।
আর কোনদিন স্বপ্ন না দেখার শপথ নিয়ে,
কিছু চোখ আজ অন্ধ হবে।
নিশঙ্গ ঐ তারাটার সাথে মন হারানো মেয়েটা
নিরালা প্রাণের গন্ধ নিয়ে
কিছু বকুল ঝরলো শিশির ভেজা ঘাসে----।
দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা ক্লান্ত পাখির ডানা
আজও পথ পেলোনা তার আকাশে।
রাত ভর বৃষ্টি হওয়া ভোরেও কুয়াশা ছারা আর তো কিছুই দেখলো না---।
হয়তো...
শত শতাব্দের শ্রেষ্ঠ চাঁদের রাত আসবে
ভীড়ের মাঝেই কারোর হাত ছুঁয়ে ফেলবে।
অন্ধ চোখের পাতায় অনুনয় করবে স্বপ্নের সৌরভ
তার দিকে চেয়ে মেয়েটা সেদিন নিজেকে খুব ভালবাসবে।
নিজের ছোট্ট বাসায় একটা পুরো আকাশ বাঁধবে পাখিটা,
আর কুয়াশা শেষের ঝলমলে ভোরে একসাথে পথ চলার অঙ্গিকার নেবে দুটো তরুণ প্রান।
তাই আমি আবার ও লিখছি ...।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৬