উদাসীনতার আরেক নাম তুমি
এছাড়া তো আর কিছুই ভাবি না আজ
এভাবেও বুঝি ভুলে যেতে পারে কেও!
চাইলেই বুঝি কালবৈশাখী নেমে আসে !
লালা বাড়ি, আটাকল বায়ে ফেলে
যেখানটায় বেঁকে ছিল ঐ পথ
দূর থেকে দেখতে জীবনের মত লাগে।
অনেকটা দূর, ছায়ামাখা কোন আবছায়া যেন,
হাতছানি দেয়।
সেইখানে রাখা ধূলোমাখা কিছু মগ্ন সময়,
ওগোছালো যত আনমনা অভিমান।
তুচ্ছ খুশির ম্লান কিছু মনত্যাগ।
নামহীন সেই স্মৃতির মালিক আজ আমি শুধু একাই?
বেশ তো তাহলে শাহাজাদি নাম নেবো
স্মৃতির মহলে সাজাবো দিলকাশ
প্রদিপ জ্বালাবো প্রতি মধ্যরাতে
আলোতে যার তোমার ঠিকানা লেখা।