'আমার কথা মনে হয় আপনাদের বিশ্বাস হচ্ছে না। না হয়ারি কথা। আজকের তরূন প্রজন্ম যারা ৫২, ৭১ দেখেনি, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দলনের সময় ছিল কোলের শিশু তাদের অনেকেই এখনো সন্দেহের দলাচালে ভোগে। "আসলেই কি এই বায় বৃদ্ধ আলেম গণ ৭১ সালে কুকর্ম করেছিলো। যদি এখনো মনে সন্দেহ থেকে থাকে তাদের একবার অন্তত জামাত ইসলামী ফাকিস্তান পেজে যেয়ে দেখে আসা উচিৎ তাদের পেয়ারের গেলমানরা কিভাবে বিলাপ করছে।
এমনিতে পাকিরা বাংলাদেশ নিয়ে খুব একটা মাথা ঘামায় না। বাংলাদেশের ঘটনা পাকিস্তানের মিডিয়ায় গুরুত্ত পায় কম। কিন্তু যখনি রাজাকারের রায় বের হয় তখনি পাকিদের ফেসবুক পেজগুলাতে শুরু হয় ম্যাতকার। এটা গত রমজানের সময় গোলাম আযমের রায়ের পরেও দেখেছি আর আজকে সন্ধ্যার পর থেকে দেখা শুরু করলাম।
বাংলাদেশের তরুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি, যারা এখনো কিছুটা দ্বিধা-দন্দে ভূগে জামাত-শিবিরের ব্যাপারে তারা একবার এই পাকি শুয়োর গুলর পেজে যেয়ে দেখে আসুন। কাদের মোল্লা, সাইদী, গোলাম আযম যদি একাত্তর সালে ঘরে বসে বসে মাছি মারে তাহলে আজকে পাকিস্তানিরা এদের জন্য কাঁদছে কেন?
বিঃ দ্রঃ আওয়ামী লীগ, বিএনপি নিয়ে আমার কোন মাথা ব্যাথা নাই। এখন আবুল, মাল, সুরুঞ্জিত খাচ্ছে; সামনে ফকরুল, হান্নান শাহ, রিজভিরা খাবে। so, যারা এই পোস্টে রাজনীতির গন্ধ খুঁজছ তারা তফাৎ যাও।'