২১ ডিসেম্বর এক স্পেলছাগু জাফর ইকবালকে নিয়ে পোষ্ট দিয়েছিলও। যে কেউ যে কাউকে নিয়ে পোষ্ট দিতে পারে তাতে কোন সমস্যা নেই। কিন্তু জাফর ইকবাল এর সমালোচনা করতে যেয়ে বলে, আপনি যদি রবীন্দ্র সংগীত গাওয়া, খালি পায়ে শহীদ মিনারে ফুল দিতে যাওয়া কিংবা ছেলেমেয়েদের প্রেমের সম্পর্ককে হালাল করার চেষ্টা করেন- তবে সেটার জন্য শুধু শিবিরকর্মীরা নয়- প্রকৃত মুসলিম যে কোন বাংলাদেশী আপনাকে ঘৃণা করবে। তারমানে শহীদ মিনারে ফুল দেয়া, রবীন্দ্র সংগীত গাওয়া এগুলো তাদের ভাষায় অনিস্লামিক, শুধু কাউয়ালি গাইলে, আর আল্লামা ইকাবালের(জাফর ইকবাল নয়) কবিতা তাদের কাছে হালাল মনে হয়। যতই এই ছাগুগুলা ইসলামের পক্ষে সাফাই গাইতে আসুক না কেন, কোনবারই লেঞ্জা মুবারাক লুকাতে পারে না। এইবারও এই ছাগু জাফর ইকবালের বদনাম করতে এসে এক চামে শহীদ মিনার, রবীন্দ্র সঙ্গীত নিয়ে ফালতু কথা বলে গেলো।
আগে ছাগুদের লেঞ্জা আটকাত, এখন ওইটাও প্রকাশ হয়ে যাচ্ছে


