অশ্রু পিপাসায় কাতর আমার নাসিকাপথের উভয় প্রান্ত, কতকাল ভিজিতে পারেনাই আমার স্নিগ্ধ গাল।
উন্মুক্ত চেতনার মূর্ছিত কল্পনায় আবেগে হয়েছি শান্ত, কাটিয়া গিয়াছে প্রেমহীন দীর্ঘ সাল।
লাল পাহাড়ে সবুজ তরুলতায় ছোঁয়াছুঁয়ি খেলছে গোলাপি প্রজাপতি, দিগন্তের শেষপ্রান্তে একটিমাত্র আশা।
সালের ব্যবধানে কমেনি এতটুকু প্রেম আমার তোমার প্রতি, রয়েছে অটুট এই অসীম ভালোবাসা।
চাঁদের আলোয় সাজেনা দেহ, বাজেনা আমার আবেগী গানের সুর।
জ্যোৎস্না বিলাসে, পবনের কেলাসে হেটে চলেছি তো চলেছি বহুদূর।
কতদিন গেলো অনুভূতি এলো ঘুরিয়া ফিরেছি বাসার ছাদ,
মাঝ দুপুরে বসে ভেবেছি কখন আসবে রাত,
কতরাত হলো ক্লান্ত নেত্রগুলো দেখিতে পায়নি চাঁদ,
শূণ্য মনে বিভিষিকাময় দূষিত আর্তনাদ।