তপোবনে নিহত কিছু প্রাণের সন্ধানে,
বৃথা জ্ঞান বিকল হয় উত্থানে পতনে।
শারীরিক সজ্জতার গুরু হলো মানসিক পরিপক্বতা,
জাতি হয় গৌরবে মহীয়ান বিলিন করে সভ্যতা।
প্রকৃত মনুষ্যত্ব নিয়ে যারা ছিল অতি গুণবান,
সকলে করেছে মানুষের তরে মানুষ হবার আহবান।
হে জাতি হায় হায়, দিনশেষে যদি সকলি ফুরায়ে যায়।
নীলাকাশ যদি হয় লাল, সুখের দহনে পুড়ে যদি ভাল।
তাকিয়ে দেখিও তোমার অতীতে কি করেছিলে গতকাল।
শিক্ষিত জাতি যদি পারে দিতে উন্নত বৃদ্ধাশ্রম
বেশ বেশ বলে খুশিই জাতি, সফল হয়েছে শ্রম।
নাগরিকতা মানে বুঝেন?
চুপিচুপি এসে সনদ হাতে নিয়ে সুযোগ সুবিধা ভোগ,
কাঙাল মরে ভাতের অভাবে জাতি জানায় তারে ক্ষোভ।
রাতের আধারে গুম হয় মেঘ সাগরদিঘির ঘাটে,
স্তব্ধ হয়ে জলরাশি সব চাঁদের জ্যোৎস্না বাটে।
মন্দিরে পুজো গীর্জায় পুজো মসজিদে ইবাদাত,
পৃথিবী যেন হয় অনন্ত চাহে জড়ো করে দুইহাত।
সৃষ্টিকর্তা মনে মনে হাসে মুখে বলে নির্বোধ,
এভাবে কি দুনিয়া চলে হারিয়ে স্ব স্ব বোধ।