১নং গল্প -
মন্ত্রী মহোদয় পাঠালেন তাঁর বাহিনীকে।বললেন, “যা ব্যাটা ভ্যাট আদায় করে নিয়ে আয়।”
তাথাস্তু বলে সাগরেদ বাহিনী মাঠে নামলেন।সমস্যা হলো এটাতো ভিক্ষা নয় যে হাত পাতলেই দয়াপরশ হয়ে যে কেউ দিয়ে দিবে।তো ওনারা করলেন কি সাইবোর্ড দেখে ভ্যাট আরোপ করতে লাগলেন।সামনে বিশাল একটা সাইবোর্ড দেখলেন।তাতে লিখা- ‘.... প্রাইভেট বিশ্ববিদ্যালয়’।অার যায় কোথায়! নামের শেষে যেহেতু ভেট আছে তাই ওনারা ভাবলেন এটা নিরাপদ।ব্যাটারা অবশ্যই ট্যা ফো করবেনা।দিলেন বসিয়ে ভ্যাট।এবার এগুবার পালা ... আরেকটু এগিয়ে দেখলেন ‘.... পাবলিক বিশ্ববিদ্যালয়’।বাহিনী একটু ভাবতে লাগলেন এটাতে কি ভ্যাট বসানো যায়? শেষে আলোচনা শেষে সিদ্ধান্ত নিলেন যেহেতু নামের শ্যাষে লিক আছে হতেপারে ওটা লীগের সাথে সম্পর্কযুক্ত।তাই শেষ ম্যাশ ওটাকে বাদ রাখলেন।
২নং গল্প -
এটা ঠিক গল্প নয়।একটি খেলা। ছোট বেলায় আমরা অনেকেই খেলেছি।ঐ যে একজনের কানে কানে কিছু বলে দেয়া, সেখান থেকে আরেক জনের কানে.... তারপর আরেকজনের কানে....এভাবে শেষে আবার প্রথম জনের কাছে ফিরে আসে কথাটি।অধিকাংশ সময় দেখা যায় মূল কথাটি হারিয়ে গেছে আর নতুন কিছু ফিরে এসেছে।এটা নিয়ে হতো তুমুল হাসাহাসি।যেমন ধরুন- আপনি বলেছেন হিপোপোটোমাস.... সেটা জনাদশেকের কানঘুরে আপনার কাছে যখন আসল তখন হয়েগেল তিনপোয়া পুটিমাছ !!! হাহাহা।
পুনশ্চ :
ভ্যাট/কর আদায় বড় কথা নয়, কথাটা হলো এরকম বিশাল তরুন সমাজের একটি উল্লেখযোগ্য অংশের কাছে সরকারের ম্যাসেজটা কিভাবে পৌচাচ্ছে।সেটা ভেবেদেখতে হবে।শুধু হেসে উড়িয়ে দেয়া যাচ্ছেনা বিষয়টি।