অপেক্ষার পালা শেষ।
আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রকাশিত হলো বাংলাভাষায় চলচ্চিত্র বিষয়ক প্রথম আন্তর্জালিক সংকলন এক মুঠো চলচ্ছবি-র দ্বিতীয় সংখ্যা। প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি ভাষা শহীদদের যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মায়ের ভাষাকে রক্ষা করতে পেরেছিলাম। কৃতজ্ঞতা তাঁদের প্রতি যাঁদের কল্যাণে বাংলাভাষী হিসেবে আজ আমরা গর্বিত, আন্তর্জাতিকভাবে সমাদৃত।
গত বছর প্রতীতি প্রকাশনী হতে এক মুঠো চলচ্ছবি-র প্রথম সংখ্যাটি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগের সাইটগুলোতে ব্যাপক সমাদৃত হয়। আপনাদের ভালোবাসায় টিম প্রতীতি আপ্লুত। তাই এবছর ইবুকের দ্বিতীয় সংখ্যা প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয় এবং লেখা আহবান করা হয় । সবকিছু ঠিকঠাক থাকলে প্রতিবছরই টিম প্রতীতি আপনাদের সামনে ইবুকটি নিয়ে হাজির হবে বলে আশা রাখছি।
গতবারের চেয়েও অনেক বেশি এবং অনেক ভালো ভালো লেখা এই সংকলনের জন্য আমরা হাতে পেয়েছি যার সবগুলোই এই সংকলনে স্থান পাওয়ার যোগ্য ছিল। সেগুলো থেকে সংকলনের জন্য সেরা লেখাগুলো নির্বাচন করার কাজটি সম্পাদনা পরিষদের জন্য ছিলো খুবই কঠিন । স্থান সংকুলান না হওয়া অনেক লেখাই আমরা সংকলনে অর্ন্তভুক্ত করতে পারিনি বলে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি।
গত সংখ্যার মত এবারও অভিন্ন বানান রীতি অনুসরণ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা লেখকের মূল লেখাটিকে যথা-সম্ভব অবিকৃত রাখার চেষ্টা করেছি। হঠাৎ চোখে পড়া দুই একটি ভুল, শিরোনামে কিছু সংশোধনী, কিছু বাক্যে সংশোধনী ছাড়া তেমন কোনো পরিবর্তন আনা হয় নি। পর্ব ভিত্তিক লেখাগুলো আমরা একটি পূর্নাঙ্গ লেখা হিসেবেই নিয়েছি। সেক্ষেত্রে কিছু বাক্যের সংযোজন বিয়োজনের প্রয়োজন দেখা দিয়েছে।
পাঠের সুবিধার জন্য ই-বুকের বিভিন্ন স্থানে নীল রংয়ের কালিতে হাইপারলিংক যুক্ত করা হয়েছে। সূচিপত্রের নির্দিষ্ট শিরোনামে ক্লিক করে সরাসরি সংশ্লিষ্ট লেখায় যাওয়া যাবে। প্রতি পৃষ্ঠার নীচে বামদিকে “সূচিপত্র” এ ক্লিক করে সূচিপত্রে ফেরা যাবে। মনিটর জুড়ে ই-বুকটি দেখার জন্য Ctrl ও L চাপতে হবে,ফিরে আসার জন্য Esc চাপতে হবে। ই-বুকে বাংলার জন্য SolaimanLipi ফ্ন্ট ব্যবহার করা হয়েছে। ফন্ট সমস্যা হলে , এখান থেকে ডাউনলোড করা যাবে। অ্যাক্রোবেট রিডারসহ যে কোনো পিডিএফ রিডারে ই-বুকটি ভালোভাবে পড়া যাবে। সর্বশেষ ভার্শনের অ্যাক্রোবেট রিডার এখান থেকে ডাউনলোড করা যাবে।
ব্লগারদের মধ্যে যারা লেখা জমা দিয়েছেন, বিভিন্ন সময় খোঁজ খবর নিয়েছেন, প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, তাঁদেরকে কৃতজ্ঞতা জানাই। অশেষ কৃতজ্ঞতা জানাই সামহোয়্যার ইন ব্লগ, প্রথম আলো ব্লগ, চতুর্মাত্রিক, শব্দনীড়, অন্তরনামা ও মুক্তব্লগ কর্তৃপক্ষকে। তাঁদের আন্তরিক সমর্থন ও সহযোগিতা পেয়েই এই ই-বুকটি বাস্তব রূপ লাভ করতে যাচ্ছে।
এই ই-বুকটি বিনামূল্যে বিতরণ করা যাবে। তবে ইবুকটি কোন ক্রমেই বিক্রয়যোগ্য নয়। প্রকাশিত সব লেখার স্বত্ব লেখক সংরক্ষণ করেন। সংকলনে প্রকাশিত কোন লেখা সংশ্লিষ্ট লেখকের অনুমতি ব্যতীত হুবুহু অথবা আংশিকভাবে কোন প্রকাশনা মাধ্যমে প্রকাশ করা যাবে না।
ই-বুক সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন [email protected] এই ঠিকানায়।
সম্পাদক :
শেখ আমিনুল ইসলাম
সম্পাদনা পরিষদ:
সাইফুজ্জামান খালেদ
মাসুম আহমদ
কাউসার রুশো
আর দেরি নয়। এবার তবে ডাউনলোড শুরু হয়ে যাক । আর আমরা প্রস্তুত আপনাদের তীক্ষ্ণ সমালোচনার তীরে বিদ্ধ হতে। কারন আমরা জানি আপনাদের সমালোচনার আড়ালেই লুকিয়ে আছে টিম প্রতীতির প্রতি অগাধ ভালোবাসা আর বিশ্বাস। তাই ইবুকের সব সাফল্যের কৃতিত্ব আপনাদের। আর সব ব্যর্থতার দায়ভার আমরা মাথা পেতে নিলাম।
সবাইকে একুশের শুভেচ্ছা
ডাউনলোড লিঙ্ক:
মিডিয়াফায়ার লিংক
উইন্ডোজ লাইভ লিংক
_____________________________________________
প্রথম সংখ্যাটির ডাউনলোড লিংক-
মিডিয়াফায়ার থেকে –
কম্প্রেসড উইন রার ফাইল
ডাউনলোড লিংক (৮.০১ মেগাবাইট)
পিডিএফ ফাইল
ডাউনলোড লিংক (৯.০৫ মেগাবাইট)
উইন্ডোজ লাইভ থেকে –
কম্প্রেসড উইন রার ফাইল
ডাউনলোড লিংক (৮.০১ মেগাবাইট)
পিডিএফ ফাইল
ডাউনলোড লিংক (৯.০৫ মেগাবাইট)