আমেরিকান অভিনেতা ও পরিচালক পল লিওনার্ড নিউম্যান ১৯২৫ সালের ২৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন। পাঁচ দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি কাজ করেছেন আলফ্রেড হিচকক (টন কারটেইন), মার্টিন স্করসিস, জর্জ রয় হিল,রন হাওয়ার্ড সহ নামীদামী সব পরিচালকের সঙ্গে। দশবার অস্কার পুরষ্কারের জন্য মনোনীত হয়ে ১৯৮৬ সালে তিনি 'দি কালার অব মানি' চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য একাডেমি অ্যাওয়ার্ড অর্জন করেন। তার অন্যান্য সম্মাননার মধ্যে রয়েছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, বাফটা অ্যাওয়ার্ড, স্ক্রিন অ্যাকটর্স গিল্ড অ্যাওয়ার্ড, অ্যামি অ্যাওয়ার্ড সহ আরও অনেক পুরষ্কার। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ২০০৮ সালে ২৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
আমার দেখা পল নিউম্যানের চারটি ছবির সংক্ষিপ্ত রিভিউ-
The Sting (1973)
Director: George Roy Hill
Stars:
Paul Newman, Robert Redford and Robert Shaw
জর্জ রয় হিল-নিউম্যান-রেডফোর্ড ত্রয়ীর ক্লাসিক সিনেমা। অস্কার প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্রের পুরষ্কার পাওয়া সিনেমা। জোচ্চুরিও যে শিল্প আর তার নিখুঁত শিল্পী এ ছবির অভিনেতা নিউম্যান ও রেডফোর্ড। পাল্লা দিয়ে অভিনয় করেছেন দুজন। তবে নিউম্যানই তুলনামূলক বেশি আলো ছড়িয়েছেন। চমৎকার হিউমার সমৃদ্ধ এ মুভিটি দেখে অবাক হয়েছিলাম। কোন রক্তপাত ছাড়াই গ্রুপ জালিয়াতির এক দুর্দান্ত নজির!!
এসব ছবি দেখে মাঝে মাঝে গ্যাংস্টার হতে ইচ্ছে করে।
আইএমডিবি
ডাউনলোড লিংক
Butch Cassidy and the Sundance Kid (1969)
Director:
George Roy Hill
Stars:
Paul Newman, Robert Redford and Katharine Ross
সর্বকালের অন্যতম সেরা ওয়েস্টার্ন চলচ্চিত্র। জর্জ রয় হিল-নিউম্যান-রেডফোর্ড ত্রয়ীর আরেকটি ক্লাসিক। পল নিউম্যান বুচ ক্যাসাডি চরিত্রে এবং রবার্ট রেডফোর্ড সানডেন্স কিড চরিত্রে অভিনয় করেছেন। শোনা যায় পশ্চিমে একসময় সত্যিকার অর্থেই বুচ ক্যাসাডি আর দ্য সানডেন্স কিড নামের দুজন আউটল ছিলেন যারা ট্রেন এবং ব্যাংক ডাকাতির জন্য ছিলেন কুখ্যাত । এ দুজনকে পাকড়াও করা নিয়ে এ ছবির কাহিনী। দারুন উত্তেজনায় ঠাসা ছবিটি দেখতে গিয়ে এই দুই ডাকাতের প্রতি ঘৃণা বা ক্ষোভ কিছুই জন্মাবেনা বরং প্রকাশ পাবে সহমর্মিতা। বুচ আর কিডের সঙ্গে আপনি জড়িয়ে যাবেন। অংশ নিবেন তাদের নানা কুকর্মে। হলফ করে বলছি কোন অপরাধবোধ বা গ্লানিও ভর করবেনা আপনার উপর!
চলচ্চিত্র ইতিহাসের বিখ্যাত সেই দৃশ্য
চলচ্চিত্রটির অস্কারজয়ী সেই বিখ্যাত গান ' রেইনড্রপস কিপ ফলিং অন মাই হেড '
আইএমডিবি
ডাউনলোড লিংক
The Color of Money (1986)
Director: Martin Scorsese
Stars:
Paul Newman, Tom Cruise and Mary Elizabeth Mastrantonio
স্করসিস-নিউম্যান জুটির ছবি। ছবিটি দেখার শুরুতে মনে হয়েছিলো জুয়াচুরি আর প্রতারনার জমজমাট কোন কাহিনী। আগে দেখা দি স্টিংয়ের অভিজ্ঞতা তাই বলে। কিন্তু ছবির অর্ধেক যেতেই ঘটনা মোড় নিলো অন্যদিকে। স্করসিস বলে কথা!
দি কালার অব মানি নিজেকে হারিয়ে খোঁজার চেষ্টায় রত এক পুল প্লেয়ারের গল্প। আত্মবিশ্বাসী ও অধ্যাবসায়ী এক মানুষের ঘুরে দাঁড়ানোর অবিরাম চেষ্টার গল্প।
এ চলচ্চিত্রটিতে অভিনয়ের সুবাদে পল নিউম্যান ক্যারিয়ারের একমাত্র অস্কার পুরস্কারটি অর্জন করেন। ছবিটা স্করসিসের তুলনামূলক দুর্বল কাজগুলোর মধ্যে একটি বলে মনে হয়েছে। তবে নিউম্যান আর টম ক্রুজের পারফরফ্যান্স ছিলো অনবদ্য।
আইএমডিবি
ডাউনলোড লিংক
Cool Hand Luke (1967)
Director: Stuart Rosenberg
Stars:
Paul Newman, George Kennedy and Strother Martin
What we got here is... failure to communicate ;
Some Men You Just Can Reach.....
এর চেয়ে ভালো ছবি বানানো সম্ভব না। এর চেয়ে ভালো অভিনয় করা সম্ভব না।
মন্ত্রমুগ্ধের মত দুটি ঘন্টা আমার দৃষ্টি নিবদ্ধ ছিলো নীল চোখের এক অসম্ভব রূপবান তরুণের দিকে। প্রথাগত নিয়মের বাইরে যে বাঁচতে চেয়েছিলো, স্বপ্ন দেখিয়েছিলো তার চারপাশের মানুষকে। শৃঙ্খল, সে আর যাই হোক মানুষের জন্য নয়..............
এ ছবিতে পল নিউম্যানের অভিনয় তার করা অন্যান্য ছবির সঙ্গে একদমই মেলাতে পারিনি আমি। অস্কারের ভুলগুলোর মধ্যে অন্যতম ও ক্ষমার অযোগ্য হচ্ছে এ ছবিতে অভিনয়ের জন্য নিউম্যানের অস্কার না পাওয়া।
কিন্তু পল নিউম্যান বা পর্দার লুক তো সিস্টেমের থোড়াই কেয়ার করে।
সো গো টু হেল অস্কার...
আইএমডিবি
ডাউনলোড লিংক
_____________________________________________
এ পোস্টটা খুব তাড়াহুড়ো করে লেখা। যখন লিখছিলাম তখন একজনের কথা মাথায় ঘুরছিলো। তাই এ পোস্টটা তাকে উৎসর্গ করলাম। তিনি দারাশিকো।
নিউম্যানের এই চারটি সিনেমার মাঝে তিনটি ছবি নিয়ে তিনি লিখেছেন।
দারাশিকো ভাইয়ের জন্য নিরন্তর শুভকামনা
_____________________________________________
***চলচ্চিত্র বিষয়ক আমার যত পোস্ট***