William Wyler
(July 1, 1902 – July 27, 1981)
মার্কিন চলচ্চিত্র নির্মাতা উইলিয়াম ওয়াইলার বিশ্ব চলচ্চিত্রে অন্যতম প্রভাবশালী পরিচালক হিসেবে স্বীকৃত। ' রোমান হলিডে ' খ্যাত উইলিয়াম ওয়াইলার নির্মিত চলচ্চিত্রগুলো একই সংগে অত্যন্ত জনপ্রিয় সমালোচক প্রশংসিত ও বিভিন্ন পুরষ্কারপ্রাপ্ত। তার প্রতিটি চলচ্চিত্রে ছিলো দর্শক বিনোদন দেওয়ার পাশাপাশি শৈল্পিক ছোঁয়া। খুঁতখুঁতে স্বভাবের এই পরিচালক সিনেমার একেকটি দৃশ্য দশ-বারো বার করে গ্রহণ করতেন । ছবির কাহিনী, চিত্রায়ণের স্থান ও কলাকুশলীদের উপর ছিলো তার পূর্ণ নিয়ন্ত্রণ। যেকোন দৃশ্যকে বাস্তবসম্মত এবং নিখুঁতভাবে তুলে ধরা এবং দৃশ্যের প্রতিটি খুটিনাটি দিক সুন্দরভাবে তুলে ধরার কারণে তিনি একই সাথে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন।
তিনি ১২ বার অষ্কার পুরষ্কারের জন্য মনোনীত হয়েছিলেন যা একটি রেকর্ড। এর মধ্যে তিনবার শ্রেষ্ঠ পরিচালকের পুরষ্কার সহ মোট চারবার অস্কার জয় করেন তিনি।
জুলাইয়ে তাঁর জন্ম আর এ জূলাইয়ে তাঁর মৃত্যু। আজ তাঁর ত্রিশতম মৃত্যুবার্ষিকী। চলচ্চিত্রের এ মহান শিল্পীকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। পেশ করলাম তাঁর চারটি কালজয়ী চলচ্চিত্রের ডাউনলোড লিংক সহ সংক্ষিপ্ত রিভিউ-
Mrs. Miniver (1942)
একটি সাজানো গোছানো মধ্যবিত্ত পরিবারের গৃহকর্ত্রী মিসেস মিনিভার ,স্বামী আর্কিটেক্ট। এরই মাঝে বেজে উঠলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা। পরিবারের বড় ছেলে চলে গেলো যুদ্ধে। প্রেয়সীর সংগে ছেলেটির বিয়ে ঠিক হলেও যুদ্ধের কারনে তা আর হয়ে উঠলো না। দিন নেই রাত নেই চলে এয়ার বম্বিং। তছনচ হয়ে গেলো সংসার।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর ব্যতিক্রমধর্মী একটি ছবি। অভিনয়ে গ্রিয়ার গারসন ও ওয়াল্টার পিজিয়ন।
চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক সহ মোট ৬টি বিভাগে অস্কার পুরষ্কার জিতে নেয়।
আইএমডিবি
টরেন্ট ডাউনলোড লিংক
The Best Years of Our Lives (1946)
এটিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবি। যুদ্ধফেরত সৈনকার বাড়ি ফিরে উপলব্ধি করে সব কিছু আর আগের মত নেই। যুদ্ধের ভয়াবহতা থেকে মুক্তি পেলেও জীবনের নতুন দিকের সংগে তারা পরিচিত হয় যার অনুভূতি মোটেও সুখকর নয়। নিজেক পরিবারে অবাঞ্চিত মনে হতে থাকে। যুদ্ধ পরবর্তী পরিবারের দারুন মনস্তাত্ত্বিক সিনেমা।
চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক সহমোট ৮টি বিভাগে অস্কার পুরষ্কার জিতে নেয়।
আইএমডিবি
টরেন্ট ডাউনলোড লিংক
Ben-Hur (1959)
লিও ওয়ালেসের কালজয়ী উপন্যাসের চলচ্চিত্র রূপ। ইহুদি এক রাজকুমার তার সহযোগীদের বিশ্বাসঘাতকতার কারনে বরণ কের নিতে হয় দাসত্ব। কিন্তু পুনরায় সে ফিরে আসে প্রতিশোধ নিতে। ততদিনে পৃথিবীতে আগমন ঘটেছে মহান এক মানবের। যীশু খ্রীস্ট।
চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক সহ মোট ১১টি বিভাগে অস্কার পুরষ্কার জিতে নেয়। অভিনয়ে চার্লটন হেসটন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি অস্কার পাওয়া চলচ্চিত্ত্রের তালিকায় সবার উপরে আছে বেন-হার। তবে জায়গা ভাগাভাগি করতে হয়েছে 'টাইটানিক' আর ' লর্ড অব দ্য রিংস: দি রিটার্ন অব দ্য কিং' এর সংঙ্গে।
আইএমডিবি
টরেন্ট ডাউনলোড লিংক
Roman Holiday (1953)
এ চলচ্চিত্রটি নিয়ে আলাদাভাবে কিছু বলার প্রয়োজন আছে কী?? সর্বকালের অন্যতম সেরা রোমন্টিক চলচ্চিত্র হিসেবে খ্যাত রোমান হলিডে দেখেননি এমন দর্শক খুঁজে পাওয়া ভার। ছবিটিতে গ্রেগরি পেক আর অড্রে হেপবার্নের যে রসায়ন তা এত যুগ পরও মনে হয় কোন ছবিতে এত নিবিড়ভাবে ধরা পড়েনি। নি:সন্দেহে মাস্ট সী মাস্টারপীস।
চলচ্চিত্রটি মোট ৩টি বিভাগে অস্কার পুরষ্কার জিতে নেয়।
আইএমডিবি
টরেন্ট ডাউনলোড লিংক
***চলচ্চিত্র বিষয়ক আমার যত পোস্ট***