ক্রিকেট উন্মাদনার দেশ ভারত। ক্রিকেট এখানে ধর্মতুল্য আর ভারতীয় সাধারন মানুষ তাদের ক্রিকেটাদের বসিয়েছেন দেবতার আসনে। ক্রিকেট উন্মাদনায় পিছিয়ে নেই বলিউড তারকারাও। আইপিএল এ শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিনতা, শিল্পা শেঠি প্রমুখ তারকারদের দলগঠন তার বড় প্রমাণ। বলিউডে ক্রিকেট নিয়ে নির্মিত চলচ্চিত্রের সংখ্যা খুব বেশি নয়। এর মধ্যে কয়েকটি চলচ্চিত্র নাম লিখিয়েছে ব্লকবাস্টারের খাতায়। শুধু তাই নয় কয়েকজন ক্রিকেটার অভিনয় জগতেও নাম লিখিয়েছেন। অজয় জাদেজা আর বিনোদ কাম্বলি সবচেয়ে বড় উদাহরণ। আবার ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদির ছেলে সাইফ আলী খান এখন বলিউডের উপরের সারির তারকা। বুঝাই যাচ্ছে ক্রিকেট আর বলিউড এর মধ্যে সম্পর্কটা মধুর।
চলুন দেখা যাক বলিউডে নির্মিত ক্রিকেট নিয়ে চলচ্চিত্রের তালিকা-
১. লগান (২০০১)
বলিউডে ক্রিকেট নিয়ে ফিল্মের কথা আসলেই সবার আগে যে চলচ্চিত্রটির নাম উচ্চারিত হবে তা হলো ‘লগান’। স্বাধীনতাপূর্ব ভারতবর্ষে খাজনা মওকুফের দাবিতে একটি গ্রামের কৃষক ও ব্রিটিশশাসক শ্রেনীর মধ্যে শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচ নিয়ে চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিহাস সৃষ্টিকারী এ চলচ্চিত্রটি সম্মানজনক অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়। আশুতোশ গোয়াড়িকর পরিচালিত এবং আমির খান প্রযোজিত ও অভিনীত এ চলচ্চিত্রটি ভারতের সর্বকালের সেরা ব্যবসাসফল চলচ্চিত্রের মধ্যে অন্যতম।
২. ইকবাল (২০০৫)
নাগেশ কুকুনুর পরিচালিত ‘ইকবাল’ চলচ্চিত্রটি একজন মূক ও বধির তরুণের ভারতীয় জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নেওয়ার কঠিন সংগ্রামের গল্প। ‘ইকবাল’ সমালোচক ও দর্শকদের সন্তুষ্ট করে বক্স অফিস দখল করে নেয়। জিতে নেয় অসংখ্য পুরস্কার। শ্রেয়াস তালপাড়ে ও নাসিরউদ্দিন শাহ এ চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। কপিল দেব চলচ্চিত্রটিতে অতিথি শিল্পীর ভুমিকায় অভিনয় করেন।
৩. আওয়াল নাম্বার (১৯৯০)
আমির খান আর ক্রিকেট যেনো একসাথে মিশে আছে। ক্রিকেট নিয়ে হাতেগোনা কয়েকটি চলচ্চিত্রের মধ্যে দুটোতেই আভিনয় করেছেন বলিউডের রাজা আমির। শুধু তাই নয়, লগানের মত এ ছবিটিও তাকে ইতিহাসে জায়গা করে দিয়েছে। দেব আনন্দ পরিচালিত আওয়াল নাম্বার ক্রিকেট নিয়ে নির্মিত প্রথম হিন্দি সিনেমা। সিনেমার কাহিনী- জাতীয় দলে একজন জনপ্রিয় ক্রিকেটার (আদিত্য পাঞ্চলি) এর স্থলাভিষক্ত হন আমির। এ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব।
৪. হ্যাটট্রিক (২০০৭)
মিলান লুথরিয়া ‘হ্যাটট্রিক’ চলচ্চিত্রটি দর্শক ও সিনেমাবোদ্ধাদের মন জয় করিয়ে নিয়েছে। পাঁচজন ভিন্ন ভিন্ন ক্ষেত্রের মানুষ ক্রিকেট এর কারণে এক সুতোয় বাধা পড়েন। এর মাঝে একজন ক্রিকেট বিরোধী সিনেমাটিতে কুনাল কাপুর আর রিমি সেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাগলভক্তের ভূমিকায় অভিনয় করেছেন।
৫. ভিক্টরি (২০০৯)
অজিত পাল মঙ্গতের ‘ভিক্টরি’ ভারতীয় চলচ্চিত্রের ইতহাসে অন্যতম ব্যয়বহুল ছবি তবে মোটেও ব্যবসাসফল নয়। অভিনয়ে হারমান বাওজা। বিখ্যাত একজন ক্রিকেটার (হারমান )ফর্ম হারানোর পর জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকে। দল থেকে বাদ পড়ে সে।হারমান সে অবস্থা থেকে পুনরায় নিজেকে ফিরে পাবার লড়াইয়ে নামে। সে উপলব্ধি করতে পারে মিডিয়া আর জনগণ হিরো কে জিরো বানাতে খুব বেশি সময় নেয় না।
৬. সে সালাম ইন্ডয়া (২০০৭)
সুভাষ কাপুর পরিচালিত এ মুভিটি চার কিশোরের ক্রিকেটার হয়ে উঠার স্বপ্নের গল্প। অভিনয়ে মিলিন্দ সুমন আর সঞ্জয় সুরি।
৭. মীরা বাঈ নট আউট (২০০৮)
চন্দ্রকান্ত কুলকার্নির ‘মীরা বাঈ নট আউট’ এ অভিনয় করেছেন মন্দিরা বেদি আর মহেশ মাঞ্জেরকার। আর অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন অনিল কুম্বলে।
৮. চ্যান খুল্লি কে ম্যায় খুল্লি (২০০৯)
হলিউডের Like Mike মুভিটির অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রটিতে দেখা যায় ১৩ বছরের এক বালক বিশ্বাস করে তার কাছে জাদুর ব্যাট আচে। আর এই ব্যাটের গুণে মাত্র ১৩ বছর বয়সেই সে জাতীয় দলে জায়গা করে নেয়। কিট্টু সালুজা পরিচালিত এ ছবিটিতে আরো অভিনয় করেছেন রাহুল বোস। অতিথি শিল্পী হিসেবে আছেন কপিল দেব।
৯. দিল বলে হাড়িপ্পা (২০০৯)
ভারতীয় সিনেমায় প্রথম নারী হিসেবে ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেন রানী মুখার্জী। পরিচালক অনুরাগ সিং এর এটি প্রথম চলচ্চিত্র। রানীর সহশিল্পী হিসেবে আছেন শহীদ কাপুর। চলচ্চিত্রটি অ্যাভারেজ ব্যবসা করে।
১০. পাতিওয়ালা হাউজ (২০১১)
এবারের বিশ্বকাপ উপলক্ষে বলিউডে মুক্তি পাচ্ছে নিখিল আদভানী পরিচালিত ও অক্ষয় কুমার অভিনীত ‘পাতিওয়ালা হাউজ’। বিদেশে বসবাসরত এক ভারতীয় পরিবারের ছেলে গাট্টু (অক্ষয় কুমার) ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখে। কিন্তু গাট্টুর বাবা চায়না তার ছেলে ক্রিকেটার হোক। ‘পাতিওয়ালা হাউজ’ এ অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন পাকিস্তানি গ্রেট ওয়াসিম আকরাম। এছাড়া আরো আছে ইংল্যান্ড টিমের সাবেক ক্যাপ্টেন নাসের হুসাইন ও গ্রাহাম গুচ , দক্ষিণ আফ্রিকার হার্শাল গিবস ও অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডস।
এবার আসি নিজের দেশের চলচ্চিত্রের দিকে। বাংলাদেশে স্পোর্টস নিয়ে চলচ্চিত্রই মোটে একটা। তাও ফুটবল নিয়ে হালের 'জাগো' মুভিটি। ক্রিকেট উন্মাদনায় পিছিয়ে নেই বাংলাদেশ। সবচেয়ে বড় কথা এ দেশের ক্রিকেট উন্মাদনার পেছনে জাতীয় ক্রিকেট দলের উত্তোরত্তর উন্নতি ও সাফল্য। তাই ক্রিকেট নিয়ে দেশে মানসম্মত চলচ্চিত্র নির্মিত হওয়াটা এখন সময়ের দাবি (আসলে আমার দাবি। আশা করি আপনাদেরও...)।
সবাইকে ধন্যবাদ।