M. Night Shyamalan নামটা হয়তো অনেকের কাছেই অপরিচিত। কিন্তু যদি বলি 'দি সিক্সথ সেন্স' তাহলে হয়তো অনেকেই নড়ে চড়ে বসবেন। থ্রিলার ও সাসপেন্স ঘরানার মুভির জন্য চলচ্চিত্রপ্রেমীদের কাছে শেমালান খুবই পরিচিত নাম।
M. Night Shyamalan (এম নাইট শেমালান) ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান চিত্রপরিচালক। জন্ম ১৯৭০ সালের ৬ আগস্ট, ভারতের পন্ডিচেরিতে। আসল নাম Manoj Nelliyattu Shyamalan.
আমেরিকান অনেক চলচ্চিত্রকার রয়েছেন যারা থ্রিলার ও সুপারন্যাচারাল এক্টিভেটি নিয়ে কাজ করছেন। কিন্ত শেমালান তাদের থেকে একদমই আলাদা তার অসাধারন সব চিত্রনাট্যের জন্য। নিজের চলচ্চিত্রের চিত্রনাট্য তিনি নিজেই লেখেন। এমনকি অভিনয়ও করেন।
তার প্রত্যেকটি চলচ্চিত্রেই রয়েছে রহস্যঘেরা আবহ আর ঘটনার পর্যায়ক্রমিক নাটকীয়তা। এ ধরনের মুভি দেখতে যারা ভালোবাসেন
তাদের শেমালানের বেশিরভাগ মুভি ভালোই লাগবে আশা করি।
তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি The Village, Signs, Unbreakable, The Sixth Sense ভালো লাগলেও আমার কাছে Lady in the Water ভালো লাগেনি। এ বছর মুক্তি পাওয়া The Last Airbender এর রিভিউ পড়ে জানলাম সমালোচকরা ছবিটিকে ভালোভাবে নেয়নি। ছবিটি এখনও দেখা হয়ে উঠেনি।
অপরদিকে তার The Sixth Sense চলচ্চিত্রটি ছয়টি অস্কার মনোনয়ন পায়। শ্রেষ্ঠ আমেরিকান মুভির তালিকায় এ চলচ্চিত্রটির স্থান বেশ উপরে।
বক্স অফিস কাঁপানো 'স্টুয়ার্ট লিটল' মুভিটির চিত্রনাট্যও শেমালানের লেখা।
M. Night Shyamalan উইকি লিংক
• The Last Airbender (2010)
• The Happening (2008)
• Lady in the Water (2006)
• The Village (2004)
• Signs (2002)
• Unbreakable (2000)
• The Sixth Sense (1999)
• Wide Awake (1998)
• Praying with Anger (1992)