নিবীড়ে রেখা পেতে উঁকি দিয়ে
থাকি। স্বচ্ছ কাঁচে উদ্ভাসিত
প্রতিমা।
কান পেতে শুনি। ছুটে চলি, ছুটে চলি
আমি। মিশে যাই দিগন্তে
সমীরনে,গ্রাসের পিছুটানে দেখি
আমি ওখানেই
নেই শুধু তুমি।
নিরালয়ে নিরস মনে মুখে হাত রেখে
ফিরে আসি নিজেকে নিয়ে। জল জল
জল, জলের
সমারোহ। বিশ্বাস করিনা আমি,
অবিশ্বাসও করিনা আমি, দিগ্বিদিক
কানা পাগলের মত বলি ঢোল বাজো
বাজো। আর তুৃমি দিক ভুলে দিগন্তেই
আছো। খুজে চলি ডানে বায়ে
মহাকালের চিত্র ভেদিয়া , অন্তে
রাখি হাত, ভেসে ওঠে বিপ্লব,
বিপ্লবী আবরন। স্তব্দ্ধ বাতায়নে,
আক্রাশ নয়নে দেখি, আমি।
আমিই শুধু ওখানে।
নেই শুধু তুমি।