"""""""""""""""""""""""""
স্বাধীনতা তুমি'কি?
বাংলার বুকে ধ্বাবমান দ্বাবানল
দ্বাহ,
স্বাধীনতা তুমি'কি?
যুবতি নারীর অনাবৃত দেহ।
,
স্বাধীনতা তুমি'কি?
মায়ের নয়নে অশ্রু ঝরে পড়া,
স্বাধীনতা তুমি'কি?
যমিনের বুকে ষণীতের বারীধারা,।
,
স্বাধীনতা তুমি'কি?
শুকুনের প্রতি শান্তির আবেদন,
স্বাধীনতা তুমি'কি ?
মানব সমাজে দানবের আমন্ত্রন।
,
স্বাধীনতা তুমি'কি?
অমাবর্ষার বিদঘুটে আঁধার রাত ,
স্বাধীনতা তুমি'কি ?
স্বামীর রক্তে নব বধুর রাঙা হাত।
,
স্বাধীনতা তুমি'কি ?
কালবৈশাখীর ঘরভাঙ্গা ভিষন ঝড়,
স্বাধীনতা তুমি'কি?
মরুরবুকে শুষ্ক বালুর চর।
,
স্বাধীনতা তুমি'কি?
জমিনের বুকে আগুনের লেলিহান।
স্বাধীনতা তুমি'কি?
শাসক নামে শোষকের উথ্যান।
,
স্বাধিনাতা তুমি'কি ?
কুঞ্জবনে ঝরে পড়া তাজা কলি,
স্বাধীনতা তুমি'কি?
কাঁটার ঘায়ে আহত এক মালি।
,
স্বাধীনতা তুমি'কি ?
সুপ্ত সুখের সূর্য অস্তাচল,
স্বাধীনতা তুমি'কি?
অনাথ শিশুর নয়নের ঝরা জল।
,
স্বাধীনতা তুমি'কি ?
সাঁজাতে পেরেছ সুন্দর ধরনীখানি।
স্বাধীনতা তুমি'কি?
দিতে পেরেছ এতটুকু সুখ আনি ,
""""""""""""""""সমাপ্ত""""""""""""""""