এই ছবিটা তৈরী করতে মোট ১০৮ দিন লেগেছে । তিন বন্ধুর দুষ্টুমি, প্রেম আর সম্পর্কের টানা পড়েন নিয়ে কমিডি ড্রামা ধরনের একটি ছবি । সম্ভবত ২০০১ সালে এটি মুক্তি পায় । আমীর খানের ঠোটের নীচে রাখা অল্প কিছু দাড়ির স্টাইলটা তখন বেশ জনপ্রীয় হয় । আমীর খান, প্রীতি জিনতা, সাইফ আলী, অক্ষয় খান্নার মতো সু-অভিনেতাদের অভিনয়ে গল্প এগিয়েছে বিভিন্ন নাটকীয়তায় । আমার তো সীড মানে অক্ষয় খান্নার চরিত্রেটা বেশী ভালো লেগেছে । বন্ধু বা পরিবার নিয়ে দেখার মতো হাসির একটি ছবি ।
Rang De Basanti
ছবিটির প্রথম দিকে দর্শকদের জন্য হাসাহাসির বেশ কিছু খোরাক আছে । তবে ছবি যত সামনের দিকে এগিয়েছে ততই এর উত্তেজনা বেড়েছে । বন্ধুত্ব, রাজনীতি, বাউন্ডুলেপনা আর দেশপ্রেমের বিভিন্ন দিক ফুটে উঠেছে এই ছবিতে ।
Last Vegas
নিখাদ কমিডি ধারার ছবি এটি । হাসি, চুলকানি, নষ্টালজিয়া সবকিছু মিলিয়ে একটা কমিডি ককটেল । ষাটয়োর্ধ চার বন্ধুর ব্যাচেলর পার্টিকে ঘিরে ছবির গল্পটা তৈরী । ২০১৩ সালে মুক্তি পাওয়া ছবিটিতে বেশ রস আছে । একা বা বন্ধুদের নিয়ে চুটিয়ে দেখে নিতে পারেন মুভিটি ।
Zindagi Na Milegi Dobara
এই ছবিটি মুক্তি পায় ২০১১ সালে । এটিও তিন বন্ধুর ব্যাচেলর পার্টি নিয়ে করা । যারা একটু বিলাসী ভ্রমন পছন্দ করেন বা খোয়াব দেখেন তারা আবারো দেখে নিতে পারেন হিন্দি এই মুভি টি ।
3 Idiots
ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ছবি এটি । ইন্জিনিয়ারিং কলেজের তিন বন্ধুর দুষ্টুমিতে ভরা এই ছবি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত হাসি মুখেই রাখবে । আর পড়ালেখার নামে ছাত্রছাত্রীদের উপর চালানো নানা রকম সিষ্টেমের অসংঙ্গতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে । বন্ধুত্ব, প্রেম, ক্লাইমেক্স, কমিডি আর দুষ্টুমিতে ভরা্ এ ছবি একাধিকবার দেখা যায় অনায়েসেই । অনেকের মনের চাপা ক্ষোপ আর আর না বলা কথা বলে দিয়েছে পরিচালক তার এই তিন ইডিয়টির কার্যকলাপের মাধ্যমে । তো আরো একবার হযে যাক রান্চু, রাজু আর ফারহানের সাথে ইডিয়টগিরি ।
হমমম.... আমার এ লেখাকে কেউ মূভি রিভিও ভেবে আমাকে লজ্জা দিবেন না । ছবিগুলো ভালো লাগে তাই এই ক্যাচাল পারলাম...
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৪ রাত ৯:৩৪