বাড়ির ছাদে, মোবাইলের উচু টাওয়ারে, গাছের মগডালে, বড় বড় ব্রিজের সব কটি ল্যাম্পপোস্টে, রাস্তায়, দেয়ালে, বাথরুমের ছাদে, গাড়িতে ঐসব দেশের পতাকা লাগিয়ে কি এমন মজা আমি জানিনা যারা আমাদের মত দেশের নামও হয়তো জানেনা ।
বলতে পারেন এটা অনেক বড় একটা উতসব, আমাদের দেশেও এর ঢেউ লাগবেই । হমম.. ঠিক আছে কিন্তু আমার মনে হয় এখানে আতলামিটা দেখাদখি বেশি করা হয়.. কই আমাদের দেশে দু'দুটো ক্রিকেট বিশ্বকাপ হয়ে গেল কিন্তু বাংলাদেশের পতাকা নিয়ে তো এত আহল্লাদ দেখানো হয় নাই । যেটা ফ্রান্স, ব্রিটিশ, ইটালি, ব্রাজিল, আর্জেন্টিনা, কেমেরুনের পতাকা নিয়ে ফুটবল বিশ্বকাপের সময় দেখানো হয় । সরকার টি২০ বিশ্বকাপের সময় কি যেন একটা অধ্যাদেশ/আ্রইনের কথা বলে ভিন দেশী পতাকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল, আমি মনে করি এবারের ফুটবল বিশ্বকাপের সময় বাংলাদেশে বিদেশি পতাকার প্রতি বাড়াবাড়ি, মাখামাখি, ভালোবাসা-বাসি বন্ধ করার জন্য সরকারের কোন পদক্ষেপ নেওয়া উচিত ।
জানি আমার পোষ্টের কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু ভিন দেশী পতাকা নিয়ে এত বেশী আদিক্ষেতা আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না ।
জয়তু বাংলাদেশ ..
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৪ রাত ৯:৪৬