নারীবাদ আর পুরুষতন্ত্র দুটোই নিপাত যাক। কারণ এই দুটোর কারণেই দেশ সমাজ ধ্বংসের পথে। কারণ-
নারীবাদীদের আমার পছন্দ না তারা নারীদের নিয়ে তামাসা করে সমান অধিকার চেয়ে। এখানে নারীদের অপমান করে সমান অধিকার চেয়ে। নারীদের সমান না, চার গুনের তিনগুন অধিকার নারীদের, আর বাকি একগুন অধিকার পুরুষদের। তাই নারীরা দ্বিগুণ অধিকারের সমান। তাই পুরুষদের সাথে সমান হওয়ার তো প্রশ্নই আসেনা। নারীদের অধিকার তো অনেক। আর এই অধিকার মিথ্যা সমাজ নয়, স্বয়ং সৃষ্ট্রিকর্তা দিয়েছেন।
আর রইলো বাকি পুরুষতন্ত্র সমাজ। আরে ভাই এটা তো পুরুষরা মিছে মিছে বানিয়ে নিয়েছে। এক মাত্র বাঙ্গালী পুরুষরা নিজেদের গায়ের জোড়ে অধিকার আদায় করে। আসলে এর জন্য দায়ী আমাদের সমাজের এক শ্রেনীর নারীরা। তারা তাদের ছেলে সন্তানদের ছোট থেকে প্রাথমিক শিক্ষা হিসেবে কুসংস্কার, বিধর্মীদের আচার আচারণ, অন্ধ সভ্যতার শিক্ষা দেয়। আর এই সব কারণের ছেলেরা বড় হয়ে মানসিকতা হারিয়ে মানুষ্য সিস্টেমটা ভুলে যায়। যার ফলে একটা সময় ছেলেরা মেয়েদের সাথে অনেক কিছু মানিয়ে নিতে পারেনা। তবে পুরুষ জাতি যেটা ভাবে বা করে সেটা ঠিক না। পুরুষরা তিনটি কথা ভাবলেই বুঝবে যে- ‘মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত’ এর বেশি না।
১। নারী ছাড়া পুরুষের কোন গতি নেই, -ব্যাখ্যা- একজন পুরুষ ছোট থেকে বুড় পর্যন্ত নারী ছাড়া অসহয়। ছোট বেলা মা, বড় হলে স্ত্রী, বুড় হলো পুত্রবধু কিংবা মেয়ের উপর নির্ভর করে বাচেঁ।
২। পুরুষরা সারাটাজীবন একজন নারীর পায়ের নীচে বন্ধী- ব্যাখ্যা- একজন পুরুষ তার মায়ের কাছে সারাটা জীবন বন্ধি, যতই সে শক্তিশালী, রাজা, বাদশা, হোক না কেনো মায়ের পা ধরেই বসে থাকে।
৩। মুখের চাপা আর হাতের জোড় ছাড়া আর কোন গুন নেই।
এই তিনটি জিনিস যদি ভাবেন তাহলে দেখবে আপনাদের জীবনের অংকের যোগফল সত্যিই শূন্য। তাই প্রত্যেক পুরুষদের শিক্ষা নেওয়া উচিত আমরা সবাই মানুুষ হিসেবেই জন্মগ্রহণ করেছি পৃথিবীতে। তাহলে আর কোন নারী-পুরুষের মধ্যে বেধাবেধ থাকে না।
আমি আমার বাবা-মা দুজনকেই সংরের জন্য কষ্ট করতে দেখেছি। তাই আমার বাবা, ভাই, স্বামী এদের সবাইকেই আমি মানুষ মনে করি যেমনটা তারা আমায় মানুষ মনে করে। এমন চিন্তা প্রত্যেকটি নারী-পুরুষের মধ্যে থাকা উচিত। এবং এই চিন্তাটা সবার মনে না আসলেও জোড় করে আনতে হবে। তাহলে সমাজে নারীবাদ আর পুরুষতন্ত্র দুটোই নিপাত যাবে।
আমার এই পোস্টটি একজনের পোস্ট অনুসারে করা হয়েছে। যদিও তিনি তার পোস্টটি করেছেন একপক্ষ হয়ে। তিনি চান নারীবাদ নিপাত যাক, পুরুষতন্ত্র বেচে থাক। কিন্তু আমি সেটা চাই না আমি চাই দুটোই নিপাত যাক
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৭