আপত্তি নেই!
এখন আর কিছুতেই আপত্তি নেই আমার।
জীবননদী যে পথেই বাঁক নিক,
আর কভু বাঁধ হয়ে দাঁড়াবো না।
স্রোতের সাথে ভেসে যাবো ভেবেছি।
ভাসতে ভাসতে নদী থেকে সাগর পেরিয়ে মহাসাগরে চলে যাবো।
তারপর?
প্রবল স্রোতের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে নীল পানিতে ভেসে থাকবো,
উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে তোমাদের মুখাবয়ব দেখবো!
যখন তোমরা হাসবে,
ঐ নীল পানিগুলো চিকমিক করবে,
আমি তাতে ভেসে থাকবো।
যদি অনেক বেদনায় তোমাদের মন ভারী হয়ে উঠে-
মেঘগুলো বৃষ্টি হয়ে ঝড়ে পড়বে উত্তাল স্রোতের গায়ে,
সেখানেও ভেসে থাকবো আমি,
না ডুবা অব্দ!
কি ভাবছো?
ডুবে মরার আগেই হাঙ্গর, তিমি চিঁড়ে খাবে আমায়?
খাক না!
মৃত্যুর চেয়ে ভয়ংকর কিছু কি সে কামড়ে থাকবে?
না, থাকবে না!
তবে কেন বাঁধ হয়ে বৃথাই বহমান স্রোতের সাথে লড়বো?
কেনো আমি তীরের সন্ধার করবো?
কেনোই বা সভ্যতার দিকে ধাবমান হবো?
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৯