মোবাইল বা ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুললে ভাল হয়না, কিন্তু DSLR ক্যামেরায় ছবি তুললেই তা অসাধারণ হবে, এমন ভুল ধারণা নিয়ে অনেকেই বসবাস করে এবং হা-হুতাশ করতে থাকে। তাদের জন্য বলছি, ক্যামেরার ধরন নয়, ছবি কেমন হবে তা নির্ভর করে ক্যামেরার পেছনের মানুষটির ওপর। যে ভাল ছবি তুলতে জানে, সে সামান্য মোবাইল ক্যামেরায়ও চমৎকার কম্পোজিশন করতে পারবে। ভাল ছবি তুলতে হলে যেমন পড়ালেখার প্রয়োজন অস্বীকার করার কোন উপায় নেই, তেমনি ভাল ভাল ছবি দেখারও গুরুত্ব অনেক। অনেকে হুজুগে পড়ে দামি ক্যামেরা কেনার জন্য ব্যস্ত থাকে। দুদিন পর পর লেন্স, ক্যামেরা কেনাটা যখন বড় হয়ে ওঠে, তখন আর যাই হোক না কেন ফটোগ্রাফি হয় না। আপনি তখনি একটা আপগ্রেডের কথা ভাবুন, যখন আপনার বর্তমান ক্যামেরাটি আপনার চাহিদা আর পুরণ করতে পারছে না। Point & shoot ক্যামেরা থেকে যদি DSLR ক্যামেরাতে আপগ্রেড হতে চান, তবে আপনি canon/nikon/sony/olympus/pentax ব্র্যান্ড গুলোর entry-level ক্যামেরাগুলো দেখতে পারেন। যদিও প্রথম দুটো ব্র্যান্ড বাংলাদেশে বেশি জনপ্রিয়। আমি canon 450D, 500D, 550D, 600D মডেলগুলো ব্যাবহার করার সুযোগ পেয়েছি আর সেই ধারাবাহিকতায় নতুন canon 650D নিয়ে কিছু লেখার চেষ্টা করছি।
যারা একদম প্রথম DSLR কিনবেন, তাদের জন্য এটা অনেকাংশেই প্রয়োজনের থেকে অনেক বেশি বলে মনে হবে, আর যারা আগের মডেল থেকে আপগ্রেড করতে চান, তারা নতুন কিছু ফিচার পাবেন (যদিও ছবিতে আকাশ-পাতাল কোন পার্থক্য হবে না)। সহজ ভাষায় নতুন ফিচারগুলোর একঝলকঃ
-18MP APS-C 'Hybrid CMOS' sensor ( যথেষ্ট! সুবিধা, ছবি Crop করলেও তা খুব একটা খারাপ হবে না/ pixelation হবে না।)
-DIGIC 5 processor (অনেক ফাস্ট! buffering time কম, তাই continuous mode-e একসাথে অনেক ছবি তুলতে পারবেন।)
-ISO 100-12800 standard, 25600 expanded (Low light ফটোগ্রাফির জন্য অনেক ভাল।)
-5 fps continuous shooting (যা বলছিলাম আর কি )
-9 point AF system, all sensors cross type (9 point আমার কাছে খুব একটা ভাল লাগে না...যদিও entry-level সব মডেলই এমন।)
-63 zone iFCL metering (এক কথায় অসাধারণ ফিচার)
-Phase detection AF from imaging sensor for Live View and Video
Continuous autofocus in movie mode with subject tracking (যারা videoতে আগ্রহী, তাদের জন্য বিরাট প্লাসপয়েন্ট)
-1080p30 video recording, stereo sound with internal or external mics (অসাধারণ quality, তবে মেমরি কার্ড যথেষ্ট বড় না হলে, আর PC-র প্রোসেসিং স্পীড ভাল না থাকলে, অনেক যন্ত্রণাদায়ক! )
-1.04m dot 3:2 touch-sensitive vari-angle ClearView II LCD (capacitative type, multi-touch support) ( অসাধারণ ফিচার! তাড়াহুড়োয় অনেক কাজে লাগবে বলে মনে হচ্ছে!)
বাংলাদেশের মার্কেটে এখন পাওয়া না গেলেও, মাসখানেক পর পাওয়া যাবে আশা করছি।ক্যামেরাটা হাতে পেলে আরও বড় করে রিভিউ করার আশা রাখছি। আপাততঃ
http://www.youtube.com/watch?v=pfINGg4w6XM
আরও রিভিউ পড়া যাবে, এখানেঃ
Click This Link
Click This Link
গঠনমূলক মন্তব্য/ আলোচনা আশা করছি। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১২ রাত ৩:৩০