আমি লেখক নই। খুব সুন্দর করে ভ্রমন কাহিনী বলতে পারব না। নতুন নতুন জায়গা ঘুরে দেখতে চেষ্টা করি, পছন্দ করি। ভ্রমণসঙ্গী হিসেবে ক্যামেরার সঙ্গ সবসময় উপভোগ করি। তাই ছবিব্লগ!
আমি দেখেছি অনেকে ছুটি পেলে, প্ল্যান করে অনেক টাকা খরচ করে দেশের বাইরে ঘুরতে যায়। নিজের দেশকে ঘুরে দেখার সুযোগ এবং সৌভাগ্য সবার হয়না। নানা সমস্যার অজুহাত দেখাতে আর নিন্দা করতে যদিও তাদের কোন আলসেমি নেই। অনেক অভাব আর সমস্যা থাকলেও আমার দেশ অনেক সুন্দর। এই ছবিব্লগ নিজের দেশের সৌন্দর্য তুলে ধরার সামান্য চেষ্টা। শুধু ছবিগুলো না দেখে, সময় করে ঘুরে আসুন। অনুভব করুন, উপভোগ করুন।
কাপ্তাই লেক-১
কাপ্তাই লেক-২
কাপ্তাই লেক-৩
কাপ্তাই লেক-৪
কাপ্তাই লেক-৫
কাপ্তাই লেক-৬
আর দশটা টুরিস্টের গদবাধা পথে ঘুরে আসলে এই প্রতিটি জায়গা দেখতে পাওয়ার সম্ভাবনা তুলনামুলকভাবে কম। হাতে একটু সময় নিয়ে যান, স্থানীয়দের সাথে কথা বলুন, সবসময় গাড়িতে না থেকে হাঁটুন। যতো অলসই হউন না কেন, এমন লেকের ধার ধরে হাঁটতে আপনার মোটেই খারাপ লাগবে না। নিজের মতো করে আলাদা বোট ভাড়া করলে লেকের নানা জায়গাগুলো আরও ভাল মত ঘুরে দেখতে পারবেন। মাঝেমধ্যে বোট থামিয়ে টিলা গুলোয় ওঠার বুদ্ধিটা মোটেই পাগলামি নয়। আপনি সবসময়-ই নতুন কিছু দেখতে পাবেন!
ব্লগে আনাগোনা অনেকদিনের হলেও কখন লেখা হয়ে ওঠেনি। এটা
আমার প্রথম পোস্ট। আশাকরি সবার প্রাসঙ্গিক এবং গঠনমূলক মন্তব্য আমাকে আরও পোস্ট দিতে উৎসাহিত করবে।
[অনুমতি ছাড়া ছবিগুলো অন্য কোথাও ব্যাবহার না করার জন্য অনুরোধ করছি]
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১২ রাত ১০:১৬